রবিবার, ১০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | বিনোদন | শিরোনাম » আজ আদালতের দ্বারস্থ হবেন পরীমণি
আজ আদালতের দ্বারস্থ হবেন পরীমণি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় হাজিরা দিতে আজ রোববার (১০ অক্টোবর) আদালতে যাবেন চিত্রনায়িকা পরীমণি। একইসঙ্গে আদালতে তার জামিন চেয়ে আবেদন করা হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নায়িকার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি।
তিনি বলেন, ‘আজ এ মামলার ধার্য তারিখ রয়েছে। এ জন্য পরীমণি আদালতে হাজিরা দেবেন। এদিকে আদালত তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত তাকে জামিন দিয়েছিলেন। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তাই এ মামলায় পরীমণির জামিন চেয়ে আবেদন করা হবে।’
এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমণির জামিন মঞ্জুর করেন। ৫০ হাজার টাকা মুচলেকায় তদন্ত প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত এই নায়িকার জামিন আবেদন মঞ্জুর করা হয়।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। পরদিন ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন।
এরপর ৩ দফায় মোট ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমণিকে। প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট ২ দিন ও ৩য় দফায় ১৯ আগস্ট ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। সিনেমার কাজে নিয়মিত হচ্ছেন। নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন।