শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার স্বর্ণসহ নিরাপত্তা প্রহরী আটক
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার স্বর্ণসহ নিরাপত্তা প্রহরী আটক
১৭৮ বার পঠিত
শনিবার, ৯ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার স্বর্ণসহ নিরাপত্তা প্রহরী আটক

---

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের এক নিরাপত্তা প্রহরীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই) ও শুল্ক গোয়েন্দার (কাস্টমস) চট্টগ্রাম বিমানবন্দর শাখা। শনিবার (৯ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটক নিরাপত্তা প্রহরীর নাম বেলাল উদ্দিন। বিমানবন্দরের টয়লেট থেকে বের হওয়ার সময় বিমানবন্দর কাস্টমস এবং এনএসআই কর্মীরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি কোমরের বেল্টে লাগানো অবস্থায় ৮০টি স্বর্ণ বার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের দাম আনুমানিক ৫ কোটি ৪৪ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ জানান, বিমানবন্দর থেকে অবৈধ স্বর্ণের একটি চালান বের হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। টার্মিনাল থেকে বের হওয়ার সময় বেলাল উদ্দিনের দেহ তল্লাশি করলে ৮০টি স্বর্ণ বার উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, স্বর্ণগুলো ঠিক কোথায় থেকে এসেছে সে বিষয়ে এখনো কিছু জানাননি আটক বেলাল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিমানবন্দরের টয়লেট স্বর্ণ বারগুলো পেয়েছেন বলে দাবি করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, শনিবার সকালের ১০ মিনিটের ব্যবধানে ওমান এয়ার এবং বাংলাদেশ বিমানের দুইটি ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। সেখানকার কোনো যাত্রী স্বর্ণের এই চালান টয়লেটে রেখে এসেছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



আর্কাইভ