শনিবার, ৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » প্লেনে ওঠার আগেই যাত্রীকে আটকে দিল নিরাপত্তাকর্মীরা
প্লেনে ওঠার আগেই যাত্রীকে আটকে দিল নিরাপত্তাকর্মীরা
প্লেনে ওঠার আগেই দুবাইগামী এক যাত্রীকে আটকে দিয়েছে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। ঘটনাটি ঘটেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ওই যাত্রী অবৈধভাবে ৬৫ হাজার সৌদি রিয়াল বহন করছিলেন বলে জানা গেছে।
বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটি (এভসেক) পলাশ নামের ওই যাত্রীকে আটক করে। বিধি অনুযায়ী, বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা বহন করলে সেগুলোর ঘোষণা দিতে হয়। তবে ওই যাত্রী মুদ্রার ঘোষণা দেননি। যে কারণেই তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার (৮ অক্টোবর) রাতে বিমানবন্দরের ‘সি’ নম্বর সারির চেকিং পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। পলাশের গ্রামের বাড়ি নেত্রকোনায়।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল হাসান জানান, শুক্রবার রাতের ফ্লাইটে ওই যাত্রী দুবাই যাচ্ছিলেন।
তিনি আরও বলেন, স্ক্যানিংয়ের সময় তার কাছে ৬৫ হাজার রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ১৫ লাখ) পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ঢাকা কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষই যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।