শনিবার, ৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » বাংলাদেশের অর্থায়নে বৌদ্ধবিহার নির্মাণ করা হবে নেপালে
বাংলাদেশের অর্থায়নে বৌদ্ধবিহার নির্মাণ করা হবে নেপালে
নেপালের লুম্বিনীতে একটি বৌদ্ধবিহার নির্মাণ করবে বাংলাদেশ। নেপালের লুম্বিনীর ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরের জন্য এ প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। এজন্য মোট ৫১ কোটি ২০ লাখ ৬০ হাজার ৫২৭ টাকার প্রয়োজন হবে।
সোমবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেন, প্রস্তাবটি ধর্ম মন্ত্রণালয় থেকে এসেছে। লুম্বিনী ডেভলপমেন্ট ট্রাস্ট গৌতম বুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকা। সেখানে একটা আশ্রম (প্যাভিলিয়ন) নির্মাণের জন্য বাংলাদেশ থেকে আবেদন করার পর তারা একটা প্লট দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের বৈধ আশ্রম নির্মাণ, প্যাভিলিয়নের খরচ বহন করতে হবে- এ শর্তে অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লুম্বিনী ডেভলপমেন্ট ট্রাস্ট ডিজাইনসহ সব কার্যক্রমে রাজি হয়েছে এবং অনুমোদন দিয়েছে।