শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নেশন্স কাপের ফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন
নেশন্স কাপের ফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন
উয়েফা নেশন্স কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বৃহস্পতিবার রাতে তুরিনে অবস্থিত জুভেন্টাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই দুই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল স্বাগতিক ফ্রান্স। কিন্তু শেষ পর্যন্ত ৩-২ গোলের এক রোমাঞ্চিত জয় পেয়েছে ফরাসিরা। আর তাতেই নিশ্চিত হয়েছে ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন।
ম্যাচে বল দখলের লড়াইয়ে প্রায় কাছাকাছিই ছিলো বেলজিয়াম ও ফ্রান্স। এমনকি পুরো ম্যাচে গোলের লক্ষ্য বরাবর সমান ছয়টি করেই শট নিয়েছে দুই দল। কিন্তু অধিক সাফল্য পেয়েছে ফ্রান্সই।
তবে প্রথমার্ধে এগিয়ে ছিল সফররত বেলজিয়াম। এ সময়েই ৩৭তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি আসে ইয়ানিক কারাসকোর পা থেকে। ডি ব্রুইনার পাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ও গোলরক্ষক হুগো লরিসকে বোকা বানিয়ে গোল করেন তিনি। প্রথমার্ধেই ডি ব্রুইনার কাছ থেকে বল পেয়ে ব্যবধানে দ্বিগুণ করেন রোমেলো লুকাকু।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে ফ্রান্স। চালাতে থাকে একের পর এক আক্রমণ। সেই সুবাদে ফ্রান্স ম্যাচে প্রথম গোলে দেখা পায় ৬২তম মিনিটে। এমবাপ্পের পাশে করিম বেনজেমাসহ চার ডিফেন্ডার ঘিরে দাঁড়ালেও দারুণ নিচু শটে গোল করে ব্যবধান কমান তিনি। পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফিরিয়ে আনে ফ্রান্স।
আর ম্যাচের ৯০তম মিনিটে পল পগবার ফ্রি-কিক ক্রস বারের কোনায় লেগে প্রতিহত হয়। তবে একই মিনিটে ফ্রান্স তৃতীয় লক্ষ্যভেদ করে ফাইনালে জায়গা করে নেয়। হেরেনান্দেজ বক্সের প্রান্ত থেকে জোরালো শটে জাল কাঁপালে দলের ফাইনাল নিশ্চিত হয়।
এর আগে প্রথম সেমিফাইনাল ম্যাচে জয় পেয়েছে স্পেন। ইতালির ঘরের মাঠেই তাদেরকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছিল স্প্যানিশরা।