বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » পেঁয়াজ আমদানি চালু থাকলেও কমছে না দাম
পেঁয়াজ আমদানি চালু থাকলেও কমছে না দাম
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও কমছে না দাম। চলতি সপ্তাহে দাম ঊর্ধ্বমুখী হওয়ার পর থেকে একই অবস্থায় রয়েছে।
বর্তমানে প্রকারভেদে পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকায় এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে। হঠাৎ দাম বৃদ্ধি হওয়াতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।
হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, গতকাল ভারতীয় ২১টি ট্রাকে ৫৯০ মে.টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ আরটিভি নিউজকে জানান, ভারতের ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। আমদানি করতে বেশি খরচ হচ্ছে। যার জন্য দেশের বাজারে পেঁয়াজের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অপর দিকে দুর্গাপূজার কারণে পেঁয়াজ আমদানি করতে কিছু অসুবিধা হচ্ছে। যার জন্য আমদানি কমেছে। আমদানি বৃদ্ধি হলে আবারও দাম কমবে।