বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » তোরেসের জোড়া গোল, ইতালিকে হারিয়ে ফাইনালে স্পেন
তোরেসের জোড়া গোল, ইতালিকে হারিয়ে ফাইনালে স্পেন
উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে ইতালির বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে স্পেন। ফাইনালে লা রোজাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে ফ্রান্স অথবা বেলজিয়ামের মধ্যে যেকোনও একটি দল।
বুধবার রাতে মিলানের সান সিরো স্টেডিয়ামে লা রোজাদের হয়ে জোড়া গোল তুলেছেন ফেরান তোরেস। আজ্জুরিদের হয়ে গোলটি তুলে নেন লরেঞ্জো পেলেগ্রিনি।
ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে ১৭ মিনিটের মাথায় গোল তুলে নেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা তোরেস।
৪২ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়ে ইতালির জুভেন্টাস ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চিকে।
বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে (৪৫+২ মিনিট) ব্যবধান দ্বিগুণ করেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড তোরেস।
অন্যদিকে ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট বাকি থাকতে একটি গোল শোধ করেন পেলেগ্রিনি। রোমার হয়ে খেলা এই মিডফিল্ডার গোলটি হার এড়াতে সক্ষম হয়নি।
এদিকে দ্বিতীয় সেমিতে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও ফ্রান্স। এই ম্যাচে জয়ী দলটির বিপক্ষে আগামী ১০ অক্টোবর ফাইনালে নামবে স্পেন।