শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বুধবার, ৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় বুয়েটের অসাধারণ সাফল্য
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় বুয়েটের অসাধারণ সাফল্য
১৪৮ বার পঠিত
বুধবার, ৬ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় বুয়েটের অসাধারণ সাফল্য

---

৪৪তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় (আইসিপিসি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দল প্রোগ্রামিংয়ে এশিয়া-ওয়েস্ট রিজিয়নে (পশ্চিমাঞ্চলে) প্রথম স্থান অর্জন করেছে।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিপিসি ২০২০ এর চূড়ান্ত প্রতিযোগিতায় ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়’ দল প্রোগ্রামিংয়ে ৭টি সমস্যা সমাধান করে এশিয়া-ওয়েস্ট রিজিয়নে (পশ্চিমাঞ্চলে) প্রথম স্থান অর্জন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দল ৬টি সমস্যা সমাধান করে অনার্স ক্যাটাগরিতে পুরস্কৃত হয়। রাশিয়ার ‘নিজনি নবগরাদ স্টেট ইউনিভার্সিটি’ ১২টি সমস্যার সমাধান করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৫ম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার মধ্য দিয়ে মঙ্গলবার রাতে মস্কোর ম্যানিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেষ হয় আইসিপিসি ২০২০ সালের ৪৪তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। রাতে আইসিপিসি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. উইলিয়াম বিল পাউচার সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের নেতৃত্বে ১৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দল সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ প্রতিনিধিদলের দলনেতা হিসেবে সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এ প্রতিযোগিতায় বিশ্বের ১২০টি বিশ্ববিদ্যালয় দল অংশগ্রহণ করে। ১ অক্টোবর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।
উল্লেখ্য, আইসিপিসি হচ্ছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিংয়ের আন্তর্জাতিক সর্ববৃহৎ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা।



আর্কাইভ