শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইরানের সাথে শিগগিরই পরমাণু আলোচনা পুনরায় শুরুর আশা যুক্তরাষ্ট্রের
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইরানের সাথে শিগগিরই পরমাণু আলোচনা পুনরায় শুরুর আশা যুক্তরাষ্ট্রের
৫১২ বার পঠিত
মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানের সাথে শিগগিরই পরমাণু আলোচনা পুনরায় শুরুর আশা যুক্তরাষ্ট্রের

---

যুক্তরাষ্ট্র ইরানের সাথে শিগগীরই পরমাণু আলোচনা পুনরায় শুরুর আশা করছে।
একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা সোমবার এ কথা বলেন।
তবে একইসঙ্গে তিনি তেহরানের উদ্বেজনক পরমাণু সক্ষমতা বেড়ে যাওয়ার কথাও তুলে ধরেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আলোচনার জন্য আমরা খুব স্বল্প সময়ের মধ্যেই ভিয়েনায় ফিরতে পারবো বলে আশা করছি।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার বলেছেন, নভেম্বরের প্রথম দিকেই নতুন দফায় আলোচনা শুরু হতে পারে।
ওয়াশিংটনে মঙ্গলবার ও বুধবার যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের জাতীয় নিরাপত্তা দলের আলোচনার মূল বিষয় হবে ইরানের পরমাণু কর্মসূচি।
ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আয়াল হুলাতা এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের মধ্যে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় উভয় দেশের কূটনীতিক, সামরিক ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে ট্রাম্প প্রশাসন বেরিয়ে আসলেও বাইডেন ক্ষমতায় এসে ইরানের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করায় তৎপর হন।
তিনি যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তিতে ফিরিয়ে নিতেও উদ্যোগী হয়েছেন।
ওই কর্মকর্তা বলছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে কূটনীতিই সমস্যা সমাধানের সবচেয়ে ভালো উপায়।
তিনি বলেন, কূটনীতি কাজ না করলে অন্য উপায় আছে। তবে আমি মনে করি তা নির্ভর করছে ইরানের ওপর।



আর্কাইভ