১২ অতিরিক্ত সচিব পদে রদবদল
জনপ্রশাসনে অতিরিক্ত সচিব পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। সোমবার দুটি প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ভূমি আপিল বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) আবু হেনা মোস্তাফা কামালকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেনকে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
পরিকল্পনা কমিশনে দায়িত্ব পালনের জন্য পরিকল্পনা বিভাগে সংযুক্ত প্রধান (অতিরিক্ত সচিব) কাজী জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।
স্ট্রেনদেনিং অব দি মিনিস্ট্রি অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেশনের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. সিদ্দিকুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব অজিত কুমার ঘোষকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।
উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপন অনুযায়ী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমীনকে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মুহিবুর রহমানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শাব্বীর হোসেনকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (অতিরিক্ত সচিব) মো. মাসুদ করিমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মাকসুরা নুরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হককে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।