শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
সোমবার, ৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ওমানে পৌঁছেছে বাংলাদেশ দল
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ওমানে পৌঁছেছে বাংলাদেশ দল
১১৬ বার পঠিত
সোমবার, ৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওমানে পৌঁছেছে বাংলাদেশ দল

---

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অবশেষে ওমানের রাজধানী মাস্কাটে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় মাস্কাট বিমানবন্দরে পৌঁছান মাহমুদুল্লাহরা। একদিনের রুম কোয়ারেন্টিন শেষে মঙ্গলবার (৫ অক্টোবর) থেকে অনুশীলন শুরু করবে টাইগাররা।

এর আগে শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে দেশ ছাড়ার কথা ছিল টাইগারদের। আরব সাগরে সাইক্লোন শাহিনের কারণে বাংলাদেশ দলের ওমানে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কিছুটা নাটকীয়তার পর ১ ঘণ্টা ৪৫ মিনিট দেরি করে রাত সাড়ে ১২টায় ওমানের উদ্দেশে দেশ ছাড়েন মাহমুদউল্লাহ-মুশফিকরা।

আগামী ১৭ অক্টোবর পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসরের। এদিন আট দল নিয়ে শুরু হবে বিশ্বকাপের প্রথম পর্ব বা বাছাই পর্ব। বাংলাদেশ দল ওমানে চার দিন অনুশীলন করার পর আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত যাবে। সেখানে গিয়েও এক দিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে খেলোয়াড়দের। ১১ অক্টোবর থেকে আবারও অনুশীলন শুরু করবে টাইগাররা।

এরপর ১২ ও ১৪ অক্টোবর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি আয়োজিত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।



আর্কাইভ