শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
সোমবার, ৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » হায়দরাবাদকে হারিয়ে ভালোভাবে আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » হায়দরাবাদকে হারিয়ে ভালোভাবে আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা
৮৮ বার পঠিত
সোমবার, ৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হায়দরাবাদকে হারিয়ে ভালোভাবে আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা

---

সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে নকআউট পর্বে যাওয়ার আশা ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স। রোববার (৩ অক্টোবর) কেইন উইলিয়ামসনের দলকে ১১৫ রানে আবদ্ধ রেখে ২ বল ও ৬ উইকেট হাতে রেখে লক্ষ্য অতিক্রম করে কলকাতা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে হায়দরাবাদ। লো স্কোরিং ম্যাচে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব সুযোগটা নেন ভালোভাবেই। ব্যাট করার সুযোগ না পেলেও সাকিব বল হাতে ৪ ওভারে ২০ রান খরচায় নিয়েছেন এক উইকেট। কলকাতার জন্য ভয়ংকর রূপ ধারণ করতে থাকা কেইন উইলিয়ামসনকেও রানআউটে পরিণত করেন তিনি।

বিশ্বসেরা অলরাউন্ডারকে সঙ্গ দিতে মাঠে ছিলেন সাকিবপত্নী শিশির ও কন্যা আলাইনা। সাকিবের সুসময়-দুঃসময় সব সময়ই পাশে থেকে প্রেরণা দেন শিশির। স্বামীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সরব উপস্থিতি তার। কলকাতার একাদশে সাকিব ফিরতেই যেন আর তর সইছিল না শিশিরের। মেয়েকে নিয়ে চলে গেছেন মাঠে। উদ্দেশ্য স্বামীকে সঙ্গ দেওয়া। অবশ্য শিশিরের মাঠে উপস্থিতির কারণেই হোক বা অন্য কারণে, দীর্ঘদিন পর মাঠে ফিরেই বাজিমাত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এদিকে হায়দরাবাদের হয়ে সবচেয়ে বড় ইনিংসটি খেলেন উইলিয়ামসন। ২১ বলে ২৬ রান আসে তার ব্যাট থেকে। অন্যদের মধ্যে আবদুল সামাদ ২৫, প্রিয়াম গার্গ ২১ ও জেসন রয় ১০ রান করে। সাকিব ছাড়া কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন টিম সাউদি, শিভাম মাভি ও বরুন চক্রবর্তী।

আরও পড়ুন: লিভারপুল-ম্যানসিটি ম্যাচে জয় পেল না কেউই

সপ্তম ওভারে নিজের প্রথম ওভারে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে মাত্র ৪ রান খরচ করেন সাকিব। এই ওভারেই পঞ্চম বলে দুর্দান্ত থ্রোতে রান আউট করেন হায়দরাবাদ অধিনায়ক উইলিয়ামসনকে। এরপর নবম ওভারে আবারও বল তুলে নেন সাকিব। এই ওভারেও দেন মাত্র ৪ রান। তবে এ ওভারেই প্রিয়াম গার্গের সহজ ক্যাচ মিস করেছেন সাকিব নিজেই।

১১৬ রানের টার্গেটে খেলতে নেমে শুভমান গিল, নিতিশ রানা ও দিনেশ কার্তিকের ব্যাটে জয় পায় কলকাতা। গিল ৫১ বলে ৫৭, নিতিশ রানা ২৫ ও দিনেশ কার্তিক ১৮ রান করেন। হায়দরাবাদের হয়ে দুটি উইকেট পান জেসন হোল্ডার। একটি করে উইকেট নেন রশিদ খান ও সিদ্ধার্থ কৌল।



আর্কাইভ