শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ২০ আগস্ট ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » চারদিন আগেই দুই কিউই ক্রিকেটার ঢাকায়
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » চারদিন আগেই দুই কিউই ক্রিকেটার ঢাকায়
৬৭২ বার পঠিত
শুক্রবার, ২০ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চারদিন আগেই দুই কিউই ক্রিকেটার ঢাকায়

---

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দল আসবে আগামী ২৪ আগস্ট, মঙ্গলবার। এদিন থেকেই শুরু হবে কিউইদের আনুষ্ঠানিক বাংলাদেশ সফর। তবে চারদিন আগেই ঢাকা চলে এসেছেন দলের দুই সদস্য। শুক্রবার সকালে এসে প্রবেশ করেছেন কোয়ারেন্টিনে।

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ১০০ বলের ক্রিকেট ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে খেলা শেষ করে সোজা ঢাকায় চলে এসেছেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও ওপেনার ফিন অ্যালেন।

গ্র্যান্ডহোম খেলেছিলেন সাউদার্ন ব্রেভ দলের হয়ে। ৫ ইনিংসে ১৬ রান করা গ্র্যান্ডহোম ষষ্ঠ ম্যাচে করেন ৪০ রান। উইকেট পাননি চার ইনিংসে বল করে।

ফিন অ্যালেন বার্মিংহাম ফোনিক্সের হয়ে ৮ ইনিংসে ১৬৫ রান করেন ২০.৬২ গড়ে। স্ট্রাইক রেট ছিল ১৫০।

এদিকে নিউজিল্যান্ড ক্রিকেটের পর্যবেক্ষক রেগ ডিকেসন আরও দুই দিন আগেই এসে পৌঁছান ঢাকায়। এছাড়া দলের কয়েকজন কর্মকর্তা আসবেন শুক্র ও শনিবার।

নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন, কোল ম্যাকনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।



আর্কাইভ