শুক্রবার, ১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | মাদারীপুর | শিরোনাম » করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ প্রশংসা কুড়াচ্ছে - চিফ হুইপ
করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ প্রশংসা কুড়াচ্ছে - চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-(শিবচর) আসনের ছয়বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ এখন সারাদেশে প্রশংসা কুড়াচ্ছে।
বৃহস্পতিবার শিবচরের ভদ্রাসনে জিসি একাডেমির ২টি ভবন ও ভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যেখানে দেশের বিভিন্ন উন্নত দেশ এখনো সঠিকভাবে করোনার টিকা কার্যক্রম শুরু করতে পারেনি। সেখানে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমরা গ্রামেও কোটি কোটি ডোজ টিকা দিচ্ছি। আমাদের মতো বিনামূল্যে টেস্ট ও টিকা অনেক উন্নত দেশেও নেই।’
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, শিবচর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তোতা খান, উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান (জামান) মুন্সি, ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. রহিম বেপারী, সিনিয়র সহসভাপতি মফিজ বেপারী, ভদ্রাসন ইউনিয়নের চেয়ারম্যান রব শিকদারসহ আরও অনেকেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. লতিফ মুন্সি।