শুক্রবার, ১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সাফে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
সাফে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
মালদ্বীপে আজ শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসর। প্রথম দিনই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
সাফে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
মালের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শুক্রবার (১ অক্টোবর) বিকেল ৫টায়
নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে ১৮ বছরের শিরোপার খরা কাটাতে মালদ্বীপে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
আসরে অন্য দলগুলোর তুলনায় শুধু শ্রীলঙ্কাই র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে।
প্রথম ম্যাচ জয়ে শুরু করতে চান কোচ অস্কার ব্রুজন। নতুন ফরমেশন ৪-১-৪-১ এ দল মাঠে নামাতে পারেন স্প্যানিশ কোচ।
এদিকে, ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। জ্বরের কারণে লঙ্কানদের বিপক্ষে খেলতে পারবেন না মাঝমাঠের নির্ভরতার প্রতীক সোহেল রানা।
সাফে দু’বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ১টি করে জয়ে সমতায় দু’দল। যদিও সবশেষ ৬ দেখায় ৪টিতেই জিতেছে বাংলাদেশ।