শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ভিয়েনায় শেখ হাসিনার জন্মদিন উদযাপিত
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ভিয়েনায় শেখ হাসিনার জন্মদিন উদযাপিত
৫৩৫ বার পঠিত
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভিয়েনায় শেখ হাসিনার জন্মদিন উদযাপিত

---

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ড্রেজনারস্ট্রাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক ও সাংবাদিক এম নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয় মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বায়জিদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহি দাস সাহা, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সুজন, দপ্তর সম্পাদক ইমরুল কয়েস, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আহমেদ ফিরুজ, সাইফুল ইসলাম জসিম, শফিকুর রহমান বাবুল, মোহাম্মদ আলী, কাঞ্চন মোল্লা, আবুল হোসেন, আওলাদ হোসেন, কমল শেখ হালিম প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এম নজরুল ইসলাম বলেন, ‘বাঙালির সঙ্গে নিবিড় যোগসূত্র শেখ হাসিনার জন্মান্তরের। দেশের মানুষের আস্থা ও অস্তিত্বে তার স্থায়ী আসন। মানুষের পাশে থাকেন সবসময়। তার চিন্তা ও চেতনায় কেবলই বাংলাদেশ ও দেশের মানুষ।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্নের আঙিনায় যে সবুজ মানচিত্রটি আঁকা, সেটি বাংলাদেশের। নেতৃত্বের হাল ধরে দেশকে এগিয়ে নিয়ে যেতে তার বিকল্প নেই। তার নেতৃত্ব বাংলাদেশের জন্য আশীর্বাদ।’

খন্দকার হাফিজুর রহমান নাসিম তার বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অস্ট্রিয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটা হয় এবং শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।



আর্কাইভ