শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পুঁচকে শেরিফের কাছে হেরে গেল রিয়াল
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পুঁচকে শেরিফের কাছে হেরে গেল রিয়াল
১৮৪ বার পঠিত
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পুঁচকে শেরিফের কাছে হেরে গেল রিয়াল

---

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মালডোভার ক্লাব শেরিফ তিরাসপুলের কাছে হেরে গেছে ১৩ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ১-২ ব্যবধানে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা।

রিয়ালের ঘরের মাঠে ম্যাচের ২৫তম মিনিটে ইয়াখশিবোয়েভের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় শেরিফ। ক্রিস্তিয়ানোর ক্রস থেকে হেডে প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি। পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর বল দখলে এগিয়ে থেকেও গোলের দেখা পাচ্ছিলেন না আনচেলত্তির শিষ্যরা। অবশ্য ৬৫তম মিনিটে রিয়ালের ভিনিসিউসকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফের্নান্দো ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে লস ব্লাঙ্কোসদের সমতায় ফেরায় করিম বেনজেমা।

এটি চ্যাম্পিয়ন্স লিগে বেনজেমার ৭২তম গোল। রাউলকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় চার নম্বরে উঠে এলেন বেনজেমা।

ম্যাচের ৮৯তম মিনিটে থ্রো থেকে ডি-বক্সে বল পান শেরিফের আদামা ত্রাওরে। তিনি খুঁজে নেন ডি-বক্সের বাইরে অরক্ষিত থিলকে। তার বুলেট গতির শট ঝাঁপিয়েও ফেরাতে পারেননি রিয়াল গোলরক্ষক কোর্তোয়া। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়ে কার্লো আনচেলত্তির শিষ্যদের।

চ্যাম্পিয়ন্স লিগে উড়তে থাকা শেরিফ দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ১ হার ও ১ ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল।



আর্কাইভ