বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মেসির দুর্দান্ত গোলে ম্যানসিটিকে হারাল পিএসজি
মেসির দুর্দান্ত গোলে ম্যানসিটিকে হারাল পিএসজি
অবশেষে পিএসজির জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। বিগ ম্যাচে দারুণ এক জয় তুলে নিলো ফ্রেঞ্চ জায়ান্টরা। উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটিকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা।
ম্যাচ শেষে মেসি নেইমারদের ড্রেসিংরুমে হাজির ক্লাব সভাপতি খেলাইফি। ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তার হাসিমুখে বিগম্যাচে জয়ের তৃপ্তি।
পিএসজির ঘরেরর মাঠ পাক দি প্রিন্সেসে শুরু থেকে আক্রমণাত্মক ভূমিকায় ম্যান সিটি। শুরুর কয়েক মিনিটের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে ওঠে পিএসজি। ৮ মিনিটে ইদ্রিস গুঁয়ের গোলে লিড পায় মাউরিসিও পচেত্তিনোর দল।
এগিয়ে গিয়ে আরও বেশ কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা পিএসজির। পাল্টা আক্রমণে গোল পরিশোধে মরিয়া সিটি। তবে ডি ব্রুইন, গ্রিলিশ, স্টারলিংদের আক্রমণগুলো খেই হারায় পিএসজির জমাটবাধা রক্ষণে।
২৬ মিনিটে ভাগ্য সহায় হয়নি সিটিজেনদের। কেভিন ডে ব্রুইনের ক্রসে মাথা ছোঁয়ান রাহিম স্টার্লিং। ক্রসবারে লেগে ফিরে আসা বলে বের্নার্দো সিলভার শটও লাগে ক্রসবারে।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণাত্বক সিটি। প্রতিপক্ষের আক্রমণ সামলে ৭৪ মিনিটে আক্রমণে ওঠে পিএসজি। সিটির স্প্যানিশ ডিফেন্ডার এইমেরিক লাপোর্তেকে কাটিয়ে এমবাপেকে বল বাড়ান লিওনেল মেসি। প্রথম ছোয়ায় ফ্রেঞ্চ তারকা বল ফেরত দেন মেসিকে। বক্সের ঠিক সীমানা থেকে জাড়ালো শটে গোল করেন ছয়বারের ব্যালন ডি অ’র জয়ী আর্জেন্টাইন জাদুকর।
পিএসজির জার্সিতে এটি মেসির প্রথম গোল। আর চ্যাম্পিয়নস লিগে ১২১তম। বাকি সময় আর গোল না হওয়ায় ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি।