শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইতিহাসের এই দিনে
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইতিহাসের এই দিনে
১৭৭ বার পঠিত
বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইতিহাসের এই দিনে

---

আজ ২৯ সেপ্টেম্বর ২০২১, বুধবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়

১৩৯৯ - দ্বিতীয় রিচার্ড পার্লামেন্টের হাতে সিংহাসনচ্যুত হন।

১৪৪৮ - প্রথম ক্রিশ্চিয়ান ডেনমার্কের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৫২১ - তুরস্কের রাজা প্রথম সোলাইমানের বাহিনী বেলগ্রেড দখল করে।

১৭৬০ - রাশিয়া ও অস্ট্রিয়ার বাহিনী বার্লিন দখল করে।

১৮২৯ - পুলিশ বাহিনী লন্ডনে প্রথম দায়িত্ব পালন শুরু করে।

১৮৯২ - ফুটবল খেলা রাতে প্রথম অনুষ্ঠিত হয়।

১৯০৬ - মার্কিন সেনাবাহিনী কিউবা পুনর্দখল করে।

১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধে কয়েকবার পরাজিত হওয়ার পর বুলগেরিয়া মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পন করে।

১৯২২ - বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।

১৯২৯ - বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।

১৯৩৫ - ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়।

১৯৩৯ - পোল্যান্ড বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।

১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।

১৯৮৮ - মওলানা আবুল কালাম আজাদ লিখিত ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থের অপ্রকাশিত অংশ দিল্লি হাইকোর্টে খোলা হয়।

১৯৯২ - চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফাইট চালু হয়।

১৯৯২ - আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত দেশ এ্যাঙ্গোলায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: শিশুদের মোবাইল আসক্তি কমানোর উপায়

জন্ম:

১৫৪৭ - মিগেল দি সের্ভান্তিস, তিনি ছিলেন স্পেনীয় ঔপন্যাসিক।

১৫৪৭ - মিগুয়েল ডি কারভেনটেস, তিনি ছিলেন স্পেনের প্রখ্যাত নাট্যকার কবি ও লেখক।

১৭২৫ - রবার্ট ক্লাইভ, তিনি ছিলেন ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন।

১৯০১ - এনরিকো ফের্মি, তিনি ছিলেন ইতালীয় পদার্থবিদ।

১৯০৯ - কোয়ামে নক্রুমা, তিনি ছিলেন ঘানার রাজনীতিবিদ।

১৯৩১ - আনিতা একবার্গ, তিনি ছিলেন সুইডিশ প্রখ্যাত অভিনেত্রী।

১৯৩৬ - সিলভিও বেরলুসকোনি, তিনি ছিলেন ইতালীয় প্রধানমন্ত্রী এবং ধণাঢ্য ব্যবসায়ী।

১৯৪৩ - লেস ওয়ালেসা, তিনি নোবেলশান্তি পুরস্কার বিজয়ী পোল্যান্ডের শ্রমিক নেতা।

১৯৯১ - মমিনুল ‘সোহরাব’ হক, তিনি সমুদ্র উপকূলীয় জেলা শহর কক্সবাজারে জন্মগ্রহণকারী বাংলাদেশী ক্রিকেটার।

মৃত্যু:

১৯০২ - এমিল জোলা, তিনি ছিলেন ফরাসী ঔপন্যাসিক।

১৯৭৩ - ডব্লিউ এইচ অডেন, তিনি ছিলেন একজন অ্যাংলো-আমেরিকান কবি।



আর্কাইভ