শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ২২ আগস্ট ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » যশোরে ফেনসিডিল-ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » যশোরে ফেনসিডিল-ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার
১৭৩ বার পঠিত
রবিবার, ২২ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যশোরে ফেনসিডিল-ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

---

যশোরের ফেনসিডিল ও ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে শহরের মোমিননগর সমবায় সমিতি ভবনের যশোর আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কনেস্টবল আজম মোল্য যশোর চাঁচড়া ফাঁড়িতে কর্মরত (কং ১৭৩৪) বাগেরহাট সদর উপজেলার জয়গাছি গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্যার ছেলে। আর মোহাম্মদ মুজাহিদ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কচুয়া পোতা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘পুলিশ কনস্টেবল মুজাহিদ ও আজম মোল্যা (বরখাস্ত) যশোর আবাসিক হোটেলের ৪১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কসবা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলম সেখানে অভিযান চালান। সেখানে তাদের হেফাজত থেকে ২ বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।’



আর্কাইভ