রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » কেরানীগঞ্জে ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার
কেরানীগঞ্জে ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে ৬২ বোতল ফেনসিডিলসহ রেভা আক্তার (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রেভা ঢাকা জেলা দোহার থানার রাজাপুর গ্রামের মৃত ইউসুফ আলীর মেয়ে। বর্তমানে সে স্বামী আব্দুস সালামের সঙ্গে কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকায় ভাড়া বাসায় থাকত। শনিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত কালিন্দী ইউনিয়নের বরিশুরে হাবিবের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া জানান, ঘটনার সময় এসআই সুব্রত দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় পরোয়ানা তামিল অভিযান করছিলেন। তাদের ডিউটি করাকালীন সময়ে এত রাতে দুটি ব্যাগ নিয়ে যাওয়ার সময় তাদের সন্দেহ হলে আটককৃত রেভাকে ডেকে ব্যাগ তল্লাশি করেন। এ সময় ব্যাগ থেকে ৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক আইনে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।