শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ঘরের মাঠে অ্যাস্টন ভিলার কাছে হারল ইউনাইটেড
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ঘরের মাঠে অ্যাস্টন ভিলার কাছে হারল ইউনাইটেড
১৮৯ বার পঠিত
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘরের মাঠে অ্যাস্টন ভিলার কাছে হারল ইউনাইটেড

---

ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটিতে ১-০ গোল ব্যবধানে হেরেছে ওলে গানার সুলশারের শিষ্যরা। এদিন ম্যাচের একমাত্র গোলটি করেছেন অ্যাস্টন ভিলার ডিফেন্ডার কোর্টনি হাউস।

ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে সহজ জয় পাবে ম্যানচেস্টার ইউনাইটেড- এমনটাই হয়তো ম্যাচের আগে ভাবছিলো ফুটবলপ্রেমীরা। এদিন ম্যাচের শুরু থেকে বল দখল এবং আক্রমণেও এগিয়ে ছিল ম্যান ইউই। এরই সুবাদে নবম মিনিটে ডি-বক্সে ঢুকে যাওয়া রোনালদো গোলের সুবর্ণ সুযোগ পান। কিন্তু তার নেওয়া শট যায় বাইরে দিয়ে।

এদিকে ষোড়শ মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন অ্যাস্টন ভিলার ম্যাট টার্গেট। সতীর্থের নিচু ক্রসে কাছ থেকে অবিশ্বাস্যভাবে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠান তিনি। আর বিরতির আগে ব্রুনো ফের্নান্দেসের ফ্রি-কিকে কাছ থেকে ম্যাগুইয়ারের হেড ফিরিয়ে জাল অক্ষত রাখেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ডি-বক্সের সামনে থেকে ফ্রি-কিকে রক্ষণ দেয়ালে বল মারেন রোনালদো।

দ্বিতীয়ার্ধে ফিরে দুদলই একের পর এক আক্রমণ করতে থাকে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। ম্যাচটি যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, ঠিক তখনই গোল করে লিড নিয়ে নেয় অ্যাস্টন ভিলা।

ম্যাচের ৮৮তম মিনিটে কর্নার থেকে পাওয়া বল জোরালো হেডে জালে পাঠান কোর্টনি হাউস। গোলদাতার ভুলেই এই গোলটি শোধ দেওয়ার সুযোগ ছিল ইউনাইটেডের সামনে। ফের্নান্দেসের ক্রসে এডিনসন কাভানির হেডে বল হাউসের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রোনালদো মাঠে থাকলেও পেনাল্টি শট নেন ব্রুনো ফার্নান্দেজ। কিন্তু শটটি লক্ষ্যেই রাখতে পারেননি তিনি। ফলে ১-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।



আর্কাইভ