রবিবার, ২২ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠতে হবে - হুইপ স্বপন
আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠতে হবে - হুইপ স্বপন
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠতে হবে। তিনি আজ রোববার সকালে জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক এ ই এম মাসুদ রেজা আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ব্গবন্ধুর আদর্শে গড়ে ওঠার প্রতি গুরুত্বারোপ করে বলেন, ২১ আগস্টের শোককে শক্তিতে পরিণত করার পাশাপাশি সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। কোন বাহিনী দিয়ে দল চালানো যাবেনা। দল হবে একটি তা হলো বঙ্গবন্ধুর হাতে গড়া আদর্শের মেহনতি মানুষের আওয়ামী লীগ। স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু , জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃনৃন্দের মধ্যে অধ্যক্ষ খাজা সামছুল আলম, এ্যাড: মোমিন আহমেদ চৌধুরী জিপি, এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, রাজা চৌধুরী, গোলাম হক্কানী, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান, রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমূখ। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা অশগ্রহণ করেন। এরপর আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম।