বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত, চালক আটক
ফতুল্লায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত, চালক আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন নামে এক নবম শ্রেনীর ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার আদর্শনগর এলাকায় এঘটনা ঘটে।
এসময় ট্রাকসহ চালককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এরপর চালকের বিচার দাবীতে সড়ক অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ দেখায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।
নিহত আরিফ আদর্শনগর ওয়াসকরনী এলাকার রানা মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউনুছ মিয়া ও কাজলী বেগমের এক মাত্র ছেলে। নিহত আরিফ বাড়ির কাছেই আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র।
নিহতের বাবা ইউনুছ মিয়া জানান, দুপুরের খাবার খেয়ে আরিফ স্কুলের কাছে এক শিক্ষকের বাসায় কোচিং পড়তে যাচ্ছিলো। সাথে বই ভর্তি স্কুল ব্যাগ ছিলো। গ্রামের এই ছোট সড়কে বেপরোয়া গতিতে বালু ভর্তি ট্রাক আমার ছেলে আরিফের মাথার উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। আমি ট্রাক চালকের বিচার চাই।
তিনি আরো জানান, আমার এক ছেলে এক মেয়ে। মেয়েটি ছেলের ছোট। সে একই স্কুলে অষ্টম শ্রেনীতে পড়ে। আমি রিকশা চালাই আর আমার স্ত্রী কাজলী বাসা বাড়িতে গৃহিণীর কাজ করে। দুজনে যা উপার্জন করি তা দিয়ে দুই সন্তানের লেখা পড়ায় খরচ করি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) রকিবুজ্জামান জানান, ট্রাকসহ চালক আয়ুব আলীকে গ্রেফতার করে লাশ ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।