শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » স্বাধীন ফিলিস্তিনে সমাধান দেখছেন বাইডেন
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » স্বাধীন ফিলিস্তিনে সমাধান দেখছেন বাইডেন
৫২০ বার পঠিত
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাধীন ফিলিস্তিনে সমাধান দেখছেন বাইডেন

---

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ২২ সেপ্টেম্বর, ২০২১ : একটি সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র হচ্ছে ইসরাইলের ভবিষ্যত নিশ্চিত করার ক্ষেত্রে ‘উত্তম পথ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘে দাঁড়িয়ে তিনি স্বাধীন ফিলিস্তিনের পক্ষেই মত দিয়েছেন। খবর এএফপির

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে বাইডেন বলেন, ‘আমরা অবশ্যই মধ্য প্রাচ্যের সকল জনগোষ্ঠীর জন্য বৃহত্তর শান্তি ও নিরাপদ ভবিষ্যত চাই। ইসরাইলের নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি হচ্ছে প্র্রশ্নাতীত এবং একটি স্বাধীন ইহুদি রাষ্ট্রের জন্য আমাদের সমর্থন দ্ব্যর্থহীন।’

তিনি বলেন, ‘তবে আমি বরাবরই বিশ্বাস করি যে একটি অর্থবহ, সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি শান্তিতে বসবাসে একটি গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলের ভবিষ্যত নিশ্চিত করার ক্ষেত্রে দ্বি-রাষ্ট্র সমাধান হচ্ছে উত্তম পন্থা।’

বাইডেন বলেন, ‘এই মুহূর্তে এ লক্ষ্য থেকে আমরা অনেক দূরে থাকলেও এ ব্যাপারে আমাদের নিজেদের অগ্রগতির সম্ভাবনার হাল ছেড়ে দেয়া উচিত হবে না।’

এর আগে মহাসচিব হিসেবে দ্বিতীয় পাঁচ বছরের মেয়াদ শুরু করা অ্যান্টোনিও গুতেরেস, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানের বিপদ সম্পর্কে সতর্ক করেন।

গুতেরেস বলেন, ‘আমি আশঙ্কা করছি যে আমাদের পৃথিবী অর্থনৈতিক, বাণিজ্য, আর্থিক এবং প্রযুক্তিগত বিধিগুলির দুটি পৃথক সেট, কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং শেষ পর্যন্ত দুটি ভিন্ন সামরিক এবং ভূ -রাজনৈতিক কৌশলগুলির দিকে এগিয়ে যাচ্ছে। এটি শীতল যুদ্ধের চেয়ে অনেক কম অনুমানযোগ্য হবে।’



আর্কাইভ