শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
রবিবার, ২২ আগস্ট ২০২১
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | শিরোনাম » ‘পুলিশের পোশাক খুলে নেওয়ার’ হুমকি দেওয়া ছাত্রদল নেতা রনি গ্রেপ্তার
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | শিরোনাম » ‘পুলিশের পোশাক খুলে নেওয়ার’ হুমকি দেওয়া ছাত্রদল নেতা রনি গ্রেপ্তার
১৩৫ বার পঠিত
রবিবার, ২২ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘পুলিশের পোশাক খুলে নেওয়ার’ হুমকি দেওয়া ছাত্রদল নেতা রনি গ্রেপ্তার

---

পুলিশের পোশাক খুলে নেওয়ার হুমকি দেওয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) দিনগত রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘রনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এছাড়া সে একাধিক মামলার আসামি। ওইসব মামলায় রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তারের পর ফতুল্লা থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’

এর আগে ১৭ আগস্ট নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ছাত্রদল। এতে সভাপতির বক্তব্যে জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি বলেন, ‘আজকে (মঙ্গলবার) ঢাকার কর্মসূচিতে (জিয়া উদ্যানে) পুলিশ বিনা উসকানিতে হামলা করেছে। আমি জানি না, পুলিশ কাদের লোক। তারা কি সাধারণ জনগণের নাকি শেখ হাসিনার? আমি বলে দিতে চাই, যদি শেখ হাসিনার হয়ে থাকেন, আপনারা যে পোশাক পরিধান করে থাকেন সেটা জনগণের ট্যাক্সের টাকায় কেনা। যদি ছাত্রদল এবং তারেক রহমান চিন্তা করে পুলিশের সেই পোশাক খুলে ফেলবে। সেটা আমাদের ওয়ান-টু’র ব্যাপার মাত্র। ছাত্রদল পুলিশকে প্রতিহত করবে।’

একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের ‘শায়েস্তা’ করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আজকে অনেক নেতাকে দেখা যায়, শুধুমাত্র পদ-পদবির সময় সামনে এসে দাঁড়ায়। নিজের সুন্দর চেহারা দেখিয়ে পদ পেয়ে যায়। শুধুমাত্র পদ নেওয়ার জন্য তারা আসে। মাঝে মাঝে নিজের দলের নেতাকর্মীদের শায়েস্তা করার ইচ্ছা জাগে। কিন্তু পারি না এ জন্য, দল করি কিছু বাধ্যবাধকতা থাকে। আদর্শহীন রাজনীতি আমরা কখনও করি নাই। রাজনীতি করতে গিয়ে অনেকেই আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, বাড়ি গাড়ি করেছেন। কিন্তু ত্যাগী নেতারা কিছুই করতে পারে না।’



আর্কাইভ