শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের সিনেটের বিশেষ সম্মাননা
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের সিনেটের বিশেষ সম্মাননা
১৯৫ বার পঠিত
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের সিনেটের বিশেষ সম্মাননা

---

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের সিনেটর পল ওয়াজনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক বিশেষ সম্মাননা ট্রিবিউট ও নিমন্ত্রণ পাঠিয়েছেন।

সিনেটের পল ওয়াজনো তার সিনেট সভা ও রাজ্যসভার হাউজ অব রিপ্রেজেনটেটিভ প্রতিনিধির বরাত দিয়ে বলেন, রাজ্য প্রধান গভর্নর গ্রেচেন হুয়েটমার ও সহ-রাজ্যপ্রধান লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রিস্টের স্বাক্ষরিত এক বিশেষ সম্মাননা ট্রিবিউটের কথা উল্লেখ করেন।

সিনেটর পল ওয়াজনো তার অফিসিয়াল সরকারি স্মারকের অনুলিপি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর রাব্বী আলমের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর প্রেরণ করেন।

উল্লেখ্য, সেনেটর পল ওয়াজনোর নির্বাহী সচিব কানি প্লাটো ওয়াশিংটন দূতাবাসের কনসুল মিনিস্টার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, নিউ ইয়র্কের ডেপুটি কনসুল জেনারেল এস এম নাজমুল হাসান ও জাতিসংঘের স্থায়ী মিশনের অ্যামবাসেডর রাবাব ফাতিমার অফিসে যোগাযোগ করেন এবং বাংলাদেশি আমেরিকান কমিউনিটির পক্ষে ডক্টর রাব্বীকে ডেলিগেট হিসেবে নির্ধারণ করেন।

সেনেটর পল ওয়াজনো স্মারকে আরো উল্লেখ করে বলেন, গত বছর ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ শুরু (১৭ মার্চ) উপলক্ষে মিশিগানের রাজ্যসভায় যৌথভাবে শেখ মুজিবুর রহমানকে স্পেশাল ট্রিবিউট দিয়ে সম্মানিত করা হয়েছিল। সেখানে বাংলাদেশ ওয়াশিংটনস্থ কনসুল মিনিস্টার ব্রিগেডিয়ার হাবিবুর রহমানের উপস্থিতিতে ডক্টর রাব্বী আলম ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পক্ষে সেই বিশেষ ট্রিবিউটি গ্রহণ করেন।

ইতোমধ্যেই কংগ্রেসম্যান অ্যান্ডি লেভিনের অফিসের বরাত দিয়ে জাতিসংঘের স্থায়ী মিশনে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মাধ্যমে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে কংগ্রেশনাল রেকর্ড ও গভর্নরের স্পেশাল ট্রিবিউটের কথা জানানো হয়।



আর্কাইভ