শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সুযোগ চাই - আনোয়ার হোসেন
অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সুযোগ চাই - আনোয়ার হোসেন
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, ‘মানুষের জন্য কাজ করলে আওয়ামী লীগের ভোট ব্যাংক বাড়বে। অল্প সময়ের মধ্যে অনেক কাজ শেষ করেছি। তারপরও কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। সেইসব অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ চাই। আপনারা সেই সুযোগ করে দিবেন আশা করি।’
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর উত্তর চাষাঢ়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ার হোসেন রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটেরও চেয়ারম্যান।
বক্তব্যে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আওয়ামী লীগের রাজনীতিতে উদ্বুদ্ধ করেছে। তাঁর সান্নিধ্যে আসার সৌভাগ্য আমার হয়েছিল। তিনি মানুষের জন্য রাজনীতি করার নির্দেশনা দিয়েছিলেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে লড়েছি। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছি, জেল খেটেছি, নির্যাতিত হয়েছি।’
আনোয়ার হোসেন ‘জননেত্রী শেখ হাসিনাকে আমি বড় বোনের মতো শ্রদ্ধা করি। মানুষের মধ্যে আল্লাহ বিরাজমান বলে আমি বিশ্বাস করি। মানুষকে খুশি করতে পারলে আল্লাহকে খুশি করা যায়। জননেত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ করতে বলেছিলেন। প্রধানমন্ত্রীর বদৌলতে কাজ করার সুযোগ পেয়েছি। নারায়ণগঞ্জের মতো জায়গায় রাজনীতি করে এই পর্যন্ত পৌঁছেছি কেবল নেত্রীর কারণে। নারায়ণগঞ্জে কেবল এই পরিবারের লোক আর ওই পরিবারের লোক। এই পরিবারের লোক সংসদ সদস্য, ওই পরিবারের লোক পৌরসভার মেয়র, পৌরসভার চেয়ারম্যান। আমার কোনো পরিবার নাই। আমি কেবল শেখ হাসিনার পরিবারের কর্মী। নেত্রী আমার ত্যাগ-তিতিক্ষা বিবেচনা করে জেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছিলেন।’
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘মর্গ্যান স্কুলে আধুনিক মিলনায়তন করে দিয়েছি। আড়াউহাজারে বৃদ্ধাশ্রম করার জন্য দেড় কোটি টাকা বরাদ্দ দিয়েছি। ওটার কাজ চলমান। সেখানে সাধারণ পাঠাগার ও কেন্দ্রীয় শহীদ মিনারও করে দিয়েছি। রূপগঞ্জে চারতলা বিশিষ্ট ডাকবাংলো নির্মাণ করে দিয়েছি। দেওভোগে ১ কোটি ৬৫ লাখ টাকা দিয়ে মাদরাসা ভবন করে দিয়েছি। এছাড়া আরও মসজিদ-মন্দিরে বরাদ্দ দিয়েছি। আজ জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ভবন উদ্বোধন করা হলো। মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এইসব কর্মকান্ডের মধ্য দিয়েই বেঁচে থাকতে চাই।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আসাদুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য অ্যাড. নবী হোসেন, দেলোয়ার হোসেন চুন্নু, সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলী প্রমুখ।