শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » ভারতে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্য বোঝাই ট্রাক
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » ভারতে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্য বোঝাই ট্রাক
১৯১ বার পঠিত
শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্য বোঝাই ট্রাক

---

ভারতের পেট্রাপোল বন্দরে স্থান সংকটের কারণে বেনাপোল বন্দর দিয়ে রফতানি বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ফলে প্রবেশের অপেক্ষায় রয়েছে শত শত পণ্য বোঝাই ট্রাক। রফতানিকারকরা বলছেন, এই সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে।

প্রতিদিন প্রায় ২শ’ ট্রাক রফতানি পণ্য নিয়ে আসছে বেনাপোল বন্দরে। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ প্রতিদিন ৯০ থেকে ১শ’টি ট্রাক প্রবেশ করতে দিচ্ছে।

এমন অবস্থার প্রেক্ষিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে রফতানি বাণিজ্য রাত ১১টা পর্যন্ত বৃদ্ধি করা হলেও সমস্যার কোন সমাধান হচ্ছে না। এর আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলতো রফতানি কার্যক্রম।

সড়কের উপরে অপেক্ষায় আছে পণ্যবোঝাই অন্তত ১ হাজার ট্রাক। রফতানিকারকরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভারতের কাস্টমস ও ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘ভারতীয় পাশের কাস্টমস-বিএসএফ বা ব্যবসায়ীদের সঙ্গে আমাদের বৈঠক আছে, আমরা জরুরীভিত্তিতে কিভাবে এ বিষয়গুলোর সমাধান করা যায় সে ব্যপারে কথা বলব।’

বন্দর কর্তৃপক্ষ বলছে, পণ্যবাহি ট্রাকগুলো যাতে দ্রুত ভারতে পাঠনো যায় সে জন্য চেষ্টা করা হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ‘বেনাপোল ১ হাজার এক্সপোর্টের গাড়ি এসে দাঁড়িয়ে আছে। দ্রুত এই গাড়িগুলো খালাস করা অর্থাৎ ইন্ডিয়াতে পাঠানোর যে প্রয়োজনীয় কাজ, তা আমরা আজ শেষ করবো বলে আশা করছি।’



আর্কাইভ