শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

N2N Online TV
বুধবার, ২৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আইন আদালত | চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
প্রথম পাতা » আইন আদালত | চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২৭৫ বার পঠিত
বুধবার, ২৩ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড

---

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় ১০১ জনকে এক বছর ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ রায় দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। এর আগে, দুপুর সাড়ে ১২টায় রায় পড়া শুরু হয়।

তাদের বিরুদ্ধে দায়ের করা পুলিশের দুটি মামলা হলো, অস্ত্র ও মাদক মামলা। অস্ত্র মামলায় কারো সংশ্লিষ্টতা না পাওয়ায় সবাইকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালতে ১৮ আসামি উপস্থিত ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম বলেন, যারা পলাতক রয়েছেন, তারা আদালতে আত্মসমর্পণ করে এই সাজা ভোগ করার পর জামিন লাভ করবেন। সাজাপ্রাপ্তরা ইয়াবা কারবারি হিসেবে দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছিলেন।