বুধবার, ২৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » পলাতক দুই জঙ্গির ছবি সব থানায় পাঠানো হয়েছে : ডিএমপি
পলাতক দুই জঙ্গির ছবি সব থানায় পাঠানো হয়েছে : ডিএমপি
রাজধানীর আদালত প্রাঙ্গণ থেকে দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সারাদেশে পুলিশকে সতর্ক করা হয়েছে এবং ছিনতাই হওয়া দুই জঙ্গির ছবি সব থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা জানান তিনি। যুগ্ম কমিশনার জানান, তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে সতর্কতা।
ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে যুগ্ম পুলিশ কমিশনার বলেন, দুর্ধর্ষ আসামিদের ক্ষেত্রে ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়গুলো এড়ানোর জন্য সবাইকে সমন্বিত করে একটা জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে।
এ সময় চকবাজারে হাজী মনসুর আহমেদ হত্যা রহস্য উদঘাটনের বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, টাকার জন্য তার নাতনি আনিকা তাকে হত্যা করেছেন। হত্যায় সহযোগিতা করেন তার মাদকাসক্ত প্রেমিক।
পুলিশ জানায়, মাসখানেক আগে থেকে হত্যার পরিকল্পনা করে তারা। প্রথমে সিরেটিভ ইনজেকশন দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। ইনজেকশন দেওয়ার সময় ধস্তাধস্তির একপর্যায়ে মনসুরের মৃত্যু হয়।