রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » মেরিলিন মনরোর পথে হেঁটেছিলেন মল্লিকা!
মেরিলিন মনরোর পথে হেঁটেছিলেন মল্লিকা!
বলিউডের ‘মার্ডার’-এর নায়িকা মল্লিকা শেরাওয়াত ব্যক্তিজীবনে প্রয়াত হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোকে অনুসরণ করে। তার প্রমাণ পাওয়া যায় সম্প্রতি একটি ভাইরাল ভিডিও থেকে।
শনিবার ( ১৭ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রীর ছিল ৭২তম শুভ জন্মদিন। এ উপলক্ষে দেশ-বিদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এই তালিকায় রয়েছে বলিউড অভিনেতা অভিনেত্রীদেরও নাম। তবে মল্লিকার নামটা যেন একটু ভিন্নভাবেই দর্শকদের কাছে ধরা দিয়েছে।
প্রায় ৯ বছর আগে ২০১৩ সালের কথা। তখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। সে সময় তার জন্য ৬৩তম জন্মদিনে উষ্ণ ‘হ্যাপি বার্থ ডে’ গেয়েছিলেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।
সেই গানের ভিডিও সে সময় এত ভাইরাল না হলেও এবার তা ভাইরাল হয়েছে। ভারতে এখন প্রায় সবাই নেট ব্যবহার করে। গতকাল শনিবার নরেন্দ্র মোদির জন্মদিনে সেই ৯ বছরের পুরনো ভিডিও আবার নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
তবে সেসময় আর এ সময়ের পার্থক্য বেশ। তখন ছিলেন মোদি মুখ্যমন্ত্রী আর এবার তিনি প্রধানমন্ত্রী। ভিডিওতে দেখা যায়, ‘হ্যাপি বার্থ ডে’ গানটি গাওয়ার আগে নরেন্দ্র মোদিকে সম্বোধন করে তাকে ভারতের ‘সবচেয়ে যোগ্য ব্যাচেলর’ বলেও অভিহিত করেছিলেন মল্লিকা। এরপর নানা ঢঙে গান পরিবেশন করেন তিনি।
নেটিজেনদের এ ভিডিও প্রয়াত হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর কথাই মনে করিয়ে দিয়েছে। কেননা ১৯৬২ সালে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডির ৪৫তম জন্মদিনে একই রকমভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন মনরো। তাতে বেশ খুশি হয়েছিলেন কেনেডি। তবে মল্লিকার এই গানের ভিডিওতে মোদির কেমন প্রতিক্রিয়া তা এখনও জানা যায়নি।
সূত্র: আনন্দবাজার