রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » লা লিগা: আবারো লিওয়ানদোস্কির গোলে বার্সেলোনার জয়, রিয়ালকে জয় উপহার দিলেন দুই ব্রাজিলিয়ান
লা লিগা: আবারো লিওয়ানদোস্কির গোলে বার্সেলোনার জয়, রিয়ালকে জয় উপহার দিলেন দুই ব্রাজিলিয়ান
লা লিগায় নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। র্যামন সানচেজ পিজুয়ানে সেভিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছে বার্সেলোনা। এই ম্যাচে গোল পেয়েছেন পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি। দিনের আরেক ম্যাচে দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র ও রডরিগোর গোলে রিয়াল বেটিসকে ২-১ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে চার ম্যাচে শতভাগ জয় তুলে নিল রিয়াল।
২১ মিনিটে লিওয়ানদোস্কির শট লাইনের উপর থেকে ক্লিয়ার হওয়ার পর ফিরতি বলে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। যদিও লেভাকে গোলের জন্য খুব বেশীক্ষন অপেক্ষা করতে হয়নি। ৩৬ মিনিটে জুলেস কুন্ডের পাস নিয়ন্ত্রনে নিয়ে ভলির সাহায্যে সেভিয়া গোলরক্ষক বোনোকে পরাস্ত করেন লিওয়ানদোস্কি। গত চার ম্যাচে এটি তার পঞ্চম গোল। বিরতির পাঁচ মিনিট পর এরিক গার্সিয়া বার্সেলোনার হয়ে তৃতীয় গোলটি করেন। এর আগে রাফিনহার ক্রস থেকে কুন্ডে গার্সিয়ার দিকে বল বাড়িয়ে দিয়েছিলেন। এবারের গ্রীষ্মে সেভিয়া থেকে ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন কুন্ডে।
ম্যাচ শেষে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, ‘সব মিলিয়ে ম্যাচটি বেশ ভাল ছিল। আমরা প্রাধান্য বিস্তার করে খেলেছি, এমনকি আরো গোলের সুযোগ আমাদের সামনে ছিল। তারপরও সেভিয়ার মাঠে ৩-০ গোলে জয়ী হওয়া খুব একটা সহজ নয়।’
বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ক্যাম্প ন্যুতে ভিক্টোরিয়া প্লাজেনকে আতিথ্য দেবার মাধ্যমে ইউরোপীয়ান মিশন শুরু করবে বার্সেলোনা। লিগে এই মুহূর্তে তারা শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে।
সেভিয়া মিডফিল্ডার ইভান রাকিটিচ বলেছেন, ‘আজ আমরা যে পরিস্থিতিতে পড়েছিলাম তা কিছুটা হলেও কঠিন ছিল। এই ফলাফলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু একইসাথে এর মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস ও ধৈর্য্য বেড়েছে। কোচ জুলেন লোপেতেগুয়ের উপর আমাদের পূর্ণ আস্থা আছে।’
এদিকে দিনের আরেক ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে টানা তৃতীয় ম্যাচে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। ৯ মিনিটে ডেভিড আলাবার সহায়তায় তিনি রিয়ালকে এগিয়ে দেন। ১৭ মিনিটে সাবেক ক্লাবের বিপক্ষে সমতা ফেরান সার্জিও কানালেস। ৬৫ মিনিটে আরেক ব্রাজিলিয়ান রডরিগোর গোলে রিয়ালের জয় নিশ্চিত হয়। একই সাথে রিয়াল বেটিস চার ম্যাচ পর লিগে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেল। এবারের মৌসুমে এটি রডরিগোর প্রথম গোল। ম্যাচ শেষে রডরিগো প্রসঙ্গে রিয়াল বস কার্লো আনচেলত্তি বলেছেন, ‘সে একজন বিশেষ ফরোয়ার্ড। কারন যেকোন পজিশনে খেলার যোগ্যতা তার আছে। সে খুবই দ্রুতগতির ও একইসাথে বল ছাড়াও বিভিন্ন সময়ে সে বেশ কিছু দক্ষতা দেখিয়েছে। শিক্ষানবীশ সময় শেষ হয়ে গিয়েছে এবং এখন সে রিয়ালের পরিনত একজন খেলোয়াড়।’
সেলটিকের আতিথেয়তা নেবার মধ্য দিয়ে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। এ সম্পর্কে আনচেলত্তি বলেছেন, ‘মৌসুমের প্রথম ভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হতে যাচ্ছে মঙ্গলবার। আমরা এমন একটি দলের বিপক্ষে ইউরোপীয়ান মিশন শুরু করতে যাচ্ছি যারা বেশ ছন্দে আছে। ম্যাচটি সত্যিকার অর্থেই দারুন কঠিন হবে।’
এবারের মৌসুমে প্রথমবারের মত ঘরের মাঠে খেলার সুযোগ পেল রিয়াল। যদিও ঐতিহ্যবাহী মাঠটির সংষ্কার কাজ এখনো চলছে। ম্যাচের শুরুতেই সেভিয়ার ফরাসি এ্যাটাকার নেবিল ফেকিরকে ফাউলের অপরাধে পেনাল্টির হাত থেকে রক্ষা পেয়েছিল স্বাগতিকরা। ঘটনাটিতে কোন ধরনের শাস্তি দেয়া বা রিভিউ নেয়া হয়নি। কিন্তু ফেকির হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। এলচে, মায়োর্কা ও ওসাসুনার বিপক্ষে লিগের প্রথম তিন ম্যাচে জয় তুলে নিয়েছিল সেভিয়া। কাল আর শেষ রক্ষা হলোনা।
বার্সেলোনা ও রিয়ালের জয়ের দিনের রিয়াল সোসিয়েদাদের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে এ্যাথলেটিকো মাদ্রিদ। নাইজেরিয়ার স্ট্রাইকার উমর সাদিকের অভিষেক গোলে স্বাগতিক সোসিয়েদাদ ম্যাচে সমতা ফেরায়। এর আগে আলভারো মোরাতার গোলে পাঁচ মিনিটে এগিয়ে গিয়েছিল এ্যাথলেটিকো। আলমেইরা থেকে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর শেষদিনে ২৫ বছর বয়সী সাদিক সোসিয়েদাদে যোগ দেন। সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্দার ইসাক ৫৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে গত সপ্তাহে নিউক্যাসলে চলে গেলে তার বদলী হিসেবে সোসিয়েদাদে নাম লেখান সাদিক। ম্যাচের শেষ ভাগে পায়ের ইনজুরির কারনে মাঠ ছাড়তে বাধ্য হন এ্যাথলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক।