শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ফ্রান্সে ১৯০ জন অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ফ্রান্সে ১৯০ জন অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
১২৪ বার পঠিত
রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্রান্সে ১৯০ জন অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

---

উত্তর ফ্রান্স এবং দক্ষিণ ইংল্যান্ডের মধ্যবর্তী জলের প্রসারিত চ্যানেলটি পাড়ি দেয়ার সময় প্রায় ১৯০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ফ্রান্স। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল এবং ফ্রান্সের উত্তরাঞ্চলীয় জলসীমা থেকে তাদের উদ্ধার করা হয়। খবর আল আরাবিয়া।

এসব অভিবাসী ইংল্যান্ডে পৌঁছানোর জন্য অস্থায়ী নৌকায় চ্যানেল পার হওয়ার চেষ্টা করছে। চ্যানেলটি সমুদ্র পারাপারের জন্য বিপজ্জনক কেননা এটি বিশ্বের অন্যতম বাণিজ্যিক জাহাজ পথ।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (০৩ সেপ্টেম্বর) নৌটহল বাহিনী ৬০ জনকে এবং পরে আরও ৫০ জনকে উদ্ধার করে। এ ছাড়া ফ্রান্সের আধাসামরিক বাহিনী প্রথমে ৪৭ জন এবং পরে আরও ২৯ জনকে উদ্ধারে সক্ষম হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রায় ১৯০ জনকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, হাতে বানানো নৌকা নিয়ে বিপজ্জনক চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা দিন দনই বাড়ছে। কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করে তা ঠেকানোরও চেষ্টা করছে।

ফান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক হিসাবে বলা হয়েছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত ২০ হাজার লোক চ্যানেল পাড়ি দেয়ার উদ্যোগ নেয়। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৬৮ শতাংশ বেশি।

ব্রিটিশ সরকারও গত মাসে একই তথ্য প্রকাশ করেছে।



আর্কাইভ