শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
সোমবার, ২৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নেইমারের গোলে মান বাঁচল পিএসজির
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নেইমারের গোলে মান বাঁচল পিএসজির
১৭৮ বার পঠিত
সোমবার, ২৯ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেইমারের গোলে মান বাঁচল পিএসজির

---

গোল হজমের ৫০ মিনিটের মধ্যেও সমতায় ফিরতে পারছিল না পিএসজি। প্যারিস শিবিরে যখন হারের শঙ্কা তখন দলের জন্য আশির্বাদ হয়ে আসল পেনাল্টি। স্পট কিকে গোল করে দলকে হারের লজ্জা থেকে বাঁচান নেইমার জুনিয়র। শেষ পর্যন্ত গোল সমতায় শেষ হয় ম্যাচ।

পার্ক দেস প্রিন্সেসে রোববার (২৮ আগস্ট) লিগ ওয়ানের রাতের ম্যাচে মোনাকোর বিপক্ষে মাঠে নামেন মেসি-নেইমাররা। ঘরের মাঠে বল দখল, আক্রমণ সব দিক থেকেই এগিয়ে ছিল পিএসজি। তবে এদিন ভাগ্য সহায় হলো না তাদের।

আগের তিন ম্যাচে ১৭ গোলের দেখা পাওয়া দলটি এদিন গোলের জন্য ১৮টি শট নিয়েও পায়নি কাঙ্ক্ষিত সাফল্য। তাদের নেয়া মাত্র ৫টি শট ছিল লক্ষ্য বরাবর। অপরদিকে মোনাকোর নেয়া ৩ শটের মধ্যে একটি ভেদ করে পিএসজির জাল।

শুরু থেকে পিএসজিকে চেপে ধরে মোনাকো। ১৯তম মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে পড়েন কেভিন ভলান্ড। পিএসজির রক্ষণভাগের খেলোয়াড় কিম্পেম্বের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ৩০ বছর বয়সী জার্মান ফরোয়ার্ড। অপরদিকে কিছুটা ব্যাকফুটে যেন পিএসজি। বিশ্বের সেরা আক্রমণ ভাগ নিয়েও প্রথমার্ধে তারা উল্লেখযোগ্য কোনো আক্রমণই শাণাতে পারেননি। যোগ করা সময়ে দলকে অবশ্য সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি।

কিন্তু ভাগ্য সহায়ক ছিল না এদিন। ডি বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন তারকার নেয়া শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে কিলিয়ান এমবাপ্পের শট বাধা পায় অপর পোস্টে। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের সুযোগ পান ফরাসি তারকা। তবে তার নেয়া শট ঠেকিয়ে দেন মোনাকোর গোলরক্ষক। ৫৮ মিনিটে পেনাল্টি এরিয়া থেকে নেয়া নেইমারের শটও ঠেকান তিনি।

৬৭ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে ফাউলের শিকার হন নেইমার। ভিএআর চেকে পেনাল্টি পায় পিএসজি। গোলরক্ষককে পুরোপুরি বোকা বানিয়ে স্পটকিকে দলকে এগিয়ে নেন নেইমার। এ নিয়ে লিগ ওয়ানের চলতি মৌসুমে চার ম্যাচে নেইমারের গোল হলো ৬টি। তিন মিনিট পর প্রতি আক্রমণে মাঝমাঠ থেকে সতীর্থের পাস পেয়ে বল পায়ে একা প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে শট নেন এমবাপ্পে। তবে তার নেয়া শটটি থাকেনি লক্ষ্যে।

৭৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে আশরাফ হাকিমির নেয়া দুর্দান্ত শট বারে লেগে বাইরে চলে যায়। ১০ মিনিট পর ডি বক্সের বাইরে থেকে লিওনেল মেসির নেয়া শট প্রতিপক্ষের রক্ষণদেয়ালে লেগে দিক পরিবর্তন করে। ৮৩ মিনিটে দলকে এগিয়ে নেয়ার সুবর্ণ সুযোগ হারান এমবাপ্পে। ওয়ান-অন-ওয়ানে তার শট ঝাঁপিয়ে বুক দিয়ে ঠেকিয়ে দেন মোনাকোর গোলরক্ষক। তিন মিনিট পর ফের হতাশ করে ফরাসি তারকা।

ডান কর্নার থেকে হাকিমি উঁচু শট বাড়িয়ে দেন এমবাপ্পের উদ্দেশে। তবে গোলের উদ্দেশ্যে ফরাসি তারকার নেয়া জোরালো হেডটি লক্ষ্যে না থাকায় বার ক্রস করে। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে মেসিকে তুলে পাবলো সারাবিয়াকে নামান পিএসজি কোচ। তবে তাতে বদলায়নি ম্যাচের ভাগ্য।

টানা তিন জয়ের পর চতুর্থ ম্যাচে এসে পয়েন্ট খোয়ালেন মেসি-নেইমাররা। ৪ ম্যাচে তিন জয় ও এক ড্র-তে ১০ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষেই আছে পিএসজি। তাদের সমান পয়েন্ট নিয়ে পরের দুইয়ে মার্সেই ও তিনে লঁস। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১২’তে অবস্থান মোনাকোর।



আর্কাইভ