শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ২১ আগস্ট ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সেল্টার জালে রিয়াল মাদ্রিদের এক হালি গোল
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » সেল্টার জালে রিয়াল মাদ্রিদের এক হালি গোল
১৩২ বার পঠিত
রবিবার, ২১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেল্টার জালে রিয়াল মাদ্রিদের এক হালি গোল

---

স্প্যানিশ লা-লিগায় শনিবার রাতের ম্যাচে স্বাগতিক সেল্টা ভিগোকে রীতিমতো উড়িয়ে দিয়েছে জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। এদিন সেল্টা ভিগোকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এ জয়ের মাধ্যমে রিয়াল বেতিসকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বালাইডোজে অনুষ্ঠিত ম্যাচে খেলতে নেমে বল দখল প্রতিপক্ষের সমানে সমান থাকলেও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচের ৪৯ শতাংশ সময় নিজেদের কাছে বল রেখেছিলো সফরকারীরা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিয়েছে মোট সাতটি। এর মধ্যে গোল হয়েছে চারটি।

অন্যদিকে বার্সেলোনার মাঠে খেলতে নেমে পুরো ম্যাচে ৫১ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে সক্ষম হয়েছে স্বাগতিক সেল্টা ভিগোর ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিতে পেরেছে মাত্র দুটি। এতে গোলের দেখা পেয়েছে মাত্র একটি।

ম্যাচের শুরু থেকেই দুদলের মধ্যে আক্রমণাত্মক খেলা লক্ষ্য করা যায়। এর সুবাদে ম্যাচের ২২তম মিনিটের মাথায় দুদলই একটি করে গোলের দেখা পায়। অবশ্যই দুদলের প্রথম গোলটিই এসেছে পেনাল্টি কিক থেকে। ১৫তম মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন করিম বেনজেমা। অন্যদিকে ২২তম মিনিটে দলকে সমতায় ফেরান ইগো আসপাস। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে লুকা মদ্রিচের করা গোল এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও আক্রমণাত্ম ফুটবল খেলতে থাকে সফরকারীরা। এর ফলে দ্বিতীয়ার্ধের প্রথম ২০ মিনিটের মধ্যেই আরও দুটি গোল পেয়ে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৫৬তম মিনিটে ব্যবধানে ৩-০ করেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর চতুর্থ গোলটি করেন ফেড্রিকো ভালভার্দে। পরে আর কোনো গোল না হলে ৪-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে রিয়াল। সমান পয়েন্টে নিয়ে দুই নম্বরে অবস্থান করছে রিয়াল বেতিস। এদিকে দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে বার্সেলোনা।



আর্কাইভ