বুধবার, ৬ জুলাই ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজবাড়ী | শিরোনাম » দৌলতদিয়া ঘাটে মোটরসাইকেলের চাপ, ভোগান্তি ছাড়াই পদ্মা পার
দৌলতদিয়া ঘাটে মোটরসাইকেলের চাপ, ভোগান্তি ছাড়াই পদ্মা পার
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ও সড়ক-মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ঈদের আগে ও পরে ৭ দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। বৃহস্পতিবার (০৭ জুলাই) শুরু হচ্ছে নিষেধাজ্ঞা। তাইতো নিষেধাজ্ঞার আগের দিন পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে বাইকারদের চাপ বেড়েছে।
বুধবার (০৬ জুলাই) সকাল থেকেই দৌলতদিয়া ঘাট এলাকায় মোটরসাইকেল আরোহীদের ভিড় দেখা গেছে। তবে ঘাটে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহনের চাপ কম থাকায় বাইকাররা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠতে পারছেন।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রায় দেড় হাজার মোটরসাইকেল পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে পারাপার হয়েছে। যানবাহনের চাপ কম থাকায় বহরে থাকা ২১টি ফেরির মধ্যে ১৮টি ফেরি চলাচল করছে।
সরেজমিনে দৌলতদিয়ার ৫ নং ফেরিঘাট এলাকায় দেখা যায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে মোটরসাইকেল আরোহীদের উপচে পড়া ভিড় ছিল। প্রতিটি ফেরিতে অন্যান্য যানবাহনের তুলনায় মোটরসাইকেল বেশি ছিল। প্রতিটি ফেরিতে অর্ধশতাধিকের বেশি মোটরসাইকেল পার হতে দেখা গেছে।
দৌলতদিয়া বাইপাস সড়ক এলাকায় কথা হয় মোটরসাইকেল আরোহী আশরাফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, আগামীকাল থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় আজই বাড়িতে যাচ্ছি। ঘাটে কোনো ভোগান্তি পোহাতে হয়নি। স্বস্তিতেই পদ্মা পার হতে পেরেছি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান ঢাকা পোস্টকে বলেন, ঘাটে তেমন চাপ নেই। সকালে পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী ফেরিতে মোটরসাইকেলের উপচে পড়া ভিড় ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে গেছে। বর্তমানে এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে।