শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ১ জুলাই ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সুদানে বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৬
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সুদানে বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৬
১২২ বার পঠিত
শুক্রবার, ১ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুদানে বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৬

---

সুদানে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার দেশটির রাজধানী খার্তুমে বিক্ষোভ করেন লাখো মানুষ।

এ সময় পুলিশ গুলি ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। খবর ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের।

সামরিক শাসনবিরোধী বিক্ষোভে উত্তাল সুদান। বৃহস্পতিবার (৩০ জুন) দেশটির রাজধানী খার্তুম, ওমদুরমান ও বাহরি শহরে সেনা শাসনের বিরুদ্ধে রাস্তায় নামেন গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা। একপর্যায়ে প্রেসিডেন্টের বাসভবনের দিকে এগুতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। এ সময় পুলিশের গুলিতে নিহত হন বেশ কয়েকজন।

নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকেন বিক্ষোভকারীরাও। দুপক্ষের সংঘর্ষে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় আশপাশের এলাকা। আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী।

গত বছরের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের আটক করে সুদানের ক্ষমতায় আসে সামরিক বাহিনী। এরপর থেকেই সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন সাধারণ মানুষ। দেশটির গণমাধ্যম বলছে, প্রায় ৯ মাস ধরে চলা আন্দোলন-বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৯৬ জন।



আর্কাইভ