শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » অনলাইনে জুয়া খেলা চক্রের ৪ সদস্য আটক
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » অনলাইনে জুয়া খেলা চক্রের ৪ সদস্য আটক
১৪৫ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইনে জুয়া খেলা চক্রের ৪ সদস্য আটক

---

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে বিভিন্ন অনলাইন সাইটে জুয়া খেলার অভিযোগে চার জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৯ জুন) পাঁচলাইশের ষোলশহর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. জাকির হোসেন (২৫), মো. বিপ্লব দত্ত (২৮), রুবেল ধর (২৪) ও মো. মুনসুর।

বৃহস্পতিবার (৩০ জুন) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নরুল আবছার ঢাকা পোস্টকে বলেন, আটক আসামিরা মো. শাহরুখ খান অনলাইন জুয়া খেলার ওয়েবসাইট bet 365-এ বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন খেলার বাজি ধরে। তারা কয়েকজনের সহযোগিতায় বাজির টাকা ডলারে রূপান্তর করে। এরপর আসামিরা হোয়াটসঅ্যাপে জুয়ার বিষয়ে চ্যাটিংসহ নিজ বিকাশ নম্বরে টাকার লেনদেন করে। এছাড়া অনলাইনে জুয়ার বাজি ধরার টাকা ডলারের মাধ্যমে লেনদেন ও স্থানান্তর করে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটক আসামিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও জুয়া খেলার নগদ টাকা জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনে বিট 365 নামে অনলাইন জুয়া সাইটে আসামিদের নিজ নামে অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য, আর্থিক লেনদেনের ইতিহাস পাওয়া গেছে। এছাড়া তাদের ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ নম্বরে জুয়ার টাকা লেনদেনের তথ্য ও ভয়েস চ্যাটিং আছে। তাদের অ্যাকাউন্টে ২ হাজার ৩ মার্কিন ডলার পাওয়া গেছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নরুল আবছার বলেন, আসামিরা অনলাইনে জুয়া খেলাসহ জুয়ার টাকা লেনদেনের কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলা ও ই-ট্রানজেকশন কাজে ব্যবহৃত ৪টি স্মার্ট মোবাইল এবং জুয়া খেলার নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়েছে।



আর্কাইভ