সোমবার, ২৭ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » চট্টগ্রামে গাড়ি ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামে গাড়ি ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামে গাড়ি ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজি উদ্ধার করা হয়।
সোমবার (২৭ জুন) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি জানিয়েছেন। এর আগে গতকাল রাতে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নুরুল আবছার বলেন, গত ১০ জুন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ এলাকা থেকে আবদুল ওয়াজেদ নামের একজনের সিএনজি চুরি হয়। পরে ১১ জুন বায়েজিদ বোস্তামী থানায় সিএনজি হারানো সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন তিনি। পরে ভুক্তভোগী আবদুল ওয়াজেদ অভিযোগপত্র সংযুক্ত করে র্যাব-৭ এর কাছে একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেন।
তিনি বলেন, এরপরই র্যাব-৭ সিএনজি উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় রোববার (২৫ জুন) বহদ্দারহাট আরকান রোড এলাকা থেকে একটি সিএনজি জব্দ ও তিন জনকে গ্রেপ্তার করা হয়। পরে ওয়াজিদ এসে সিএনজিটি নিজের বলে শনাক্ত করে।
আসামিরা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য বলেও জানান এই কর্মকর্তা।