শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ২৬ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১৫.৯৪ শতাংশ
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১৫.৯৪ শতাংশ
১২১ বার পঠিত
রবিবার, ২৬ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১৫.৯৪ শতাংশ

---

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৯৪ শতাংশ। তবে এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি।

রোববার (২৬ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, চট্টগ্রামে সাতটি ল্যাবে ২০৭টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৩ জন নগরীর বাসিন্দা।

এর আগে, শনিবার (২৫ জুন) চট্টগ্রামে ২৬ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৩৯৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।



আর্কাইভ