শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
সোমবার, ২০ জুন ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বাংলাদেশকে টপকে যাওয়ার সুযোগ ইংলিশদের সামনে
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বাংলাদেশকে টপকে যাওয়ার সুযোগ ইংলিশদের সামনে
১৯৪ বার পঠিত
সোমবার, ২০ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশকে টপকে যাওয়ার সুযোগ ইংলিশদের সামনে

---

আইসিসি ওয়ানডে সুপার লিগে আফগানিস্তানকে টপকে দুইয়ে উঠে এসেছে ইংল্যান্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ছয় উইকেটের জয়ে তিন নম্বর থেকে দুইয়ে ওঠে ইংলিশরা। এবার তাদের সামনে সুযোগ এক নম্বরে থাকা বাংলাদেশকে টপকে যাওয়ার।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ইয়ন মরগানের দল। শেষ ম্যাচ জিতে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করতে পারলেই টাইগারদের টপকে ওয়ানডে সুপার লিগের শীর্ষস্থান নিজেদের দখলে নেবে ইংলিশরা।

১৮ ম্যাচে ১২ জয়ে ১২০ পয়েন্ট নিয়ে বর্তমানে ওয়ানডে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলে ইংল্যান্ডের সংগ্রহ ১১৫ পয়েন্ট। শেষ ম্যাচে জয় পেলেই ১২৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে যাবে ইংল্যান্ড। তবে বাংলাদেশের সামনেও থাকছে তাদের টপকে যাওয়ার সুযোগ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ভালো করতে পারলেই আবারও শীর্ষস্থান পনরুদ্ধার করতে পারবে টাইগাররা।

এর আগে রোববার (১৯ জুন) আমস্টেলভিনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। বৃষ্টির কারণে ম্যাচটি খেলা হয় ৪১ ওভারে। নির্ধারিত ওভারে ৭ উইকেটে নেদারল্যান্ডস স্কোরবোর্ডে তোলে ২৩৫ রান।

নেদারল্যান্ডসের হয়ে ৭৩ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন স্কট এডওয়ার্ডস। এ ছাড়াও বাস ডি লিড করেছেন ৩৪ আর লোগান ভ্যান বেক করেছেন অপরাজিত ৩০ রান। ইংল্যান্ডের বোলারদের মধ্যে টোপলি ও মঈন আলি বাদে সবাই উইকেটের দেখা পেয়েছেন। দলের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন ডেভিড উইলি ও আদিল রশিদ।

রান তাড়া করতে নেমে দারুণ ওপেনিং জুটি গড়েন রয় ও সল্ট। তাদের ওপেনিং জুটি থেকেই আসে ১৩৯ রান। রয় করেন ৭৩ এবং সল্ট করেন ৭৭ রান। এরপর ৫০ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মালান। তবে ব্যাটিংয়ে আজও ব্যর্থ ছিলেন অধিনায়ক মরগান। ৭ বল খেলে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন।

শেষ দিকে মঈন আলির ৪০ বলে ৪২ রানের ইনিংসে সহজ জয় পায় ইংল্যান্ড। নেদারল্যান্ডসের সবচেয়ে সফল বোলার ছিলেন আরিয়ান ডাট। তিনি ৫৫ রানে ২ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন টিম প্রিঙ্গল ও টিম কুপার।

এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল ইংলিশরা। প্রথম ম্যাচে ২৩২ রানের বিশাল জয় পেয়েছিল তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইতিহাসের সর্বোচ্চ দলীয় রান সংগ্রহ করেছিল মরগানের দল। নির্ধারিত ৫০ ওভারে তারা করেছিল ৪৯৮ রান। এর আগের রেকর্ডটাও তাদেরই ছিল। ২০১৮ সালে নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রানের দলীয় সংগ্রহ পেয়েছিল ইংল্যান্ড।



আর্কাইভ