প্রেমিকার গানে মুগ্ধ হৃতিক
বলিউডপাড়ার চর্চিত জুটি হৃতিক রোশন ও সাবা আজাদ। বয়সে ১৭ বছরের ছোট প্রেমিকার সঙ্গে প্রেমের জোয়ারে ভাসছেন হৃতিক। হরহামেশাই বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখাও মিলে।
অভিনয়ের পাশপাশি সাবা সুগায়িকাও। আর প্রেমিকার গলার গান শুনে খুশিতে আত্মহারা হৃতিক। ইনস্টাগ্রামে শনিবার (১৮ জুন) সাবা শেয়ার করেন তার নতুন গানের ভিডিও। সঙ্গে লেখেন একটি দীর্ঘ পোস্ট। সাবার কথায় গান ঠিক যেন টাইম মেশিন, এটা মানুষকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। ঠিক যেমনভাবে এই গানটা সাবাকে মনে করিয়ে দিয়েছে ১০ বছর আগেকার সাবার কথা, ছোট্ট সাবার স্বপ্নের কথা, তার জার্নির কথা।
সাবার গান হৃতিক শেয়ার করে লিখেছেন যে, খুব সুন্দর হয়েছে। এখানেই শেষ নয়, সাবার এই পোস্টের কমেন্ট বক্সে হবু বউমার গানের গলার প্রশংসা করতে দেখা গেল রাজেশ রোশনকে।
দীর্ঘ ১৪ বছরের বিয়ের সংসারে ২০১৪ সালে ইতি টানেন হৃতিক রোশন ও সুজান খান। সাবেক এই তারকা দম্পতির রয়েছে দুই ছেলে রেহান ও রিদান।