রবিবার, ১৯ জুন ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ কেজি ওজনের ১০ স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
রোববার( ১৯ জুন) সকালে বেনাপোল সীমান্তের নাভারন মোড় থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক পাচারকারী মনিরুজ্জামান বেনাপোল পৌরসভার নামাজ গ্রামের শের আলীর ছেলে।
যশোর ৪৯ ব্যাটেলিয়ান বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নজরদারি জোরদার করে। একপর্যায়ে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাস নাভারন মোড়ে এলে অভিযান চালানো হয়।
এ সময় সন্দেহভাজন যাত্রী মনিরুজ্জামানের শরীর তল্লাশি চালিয়ে ১০ স্বর্ণের বার পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে ভারতে পাচারের উদ্দেশ্যে এ স্বর্ণের বার ঢাকা থেকে নিয়ে বেনাপোল সীমান্তের নিয়ে যাচ্ছিল। আটক পাচারকারীদের বিরুদ্ধে স্বর্ণ পাচার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে জানান বিজিবির লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী।