মঙ্গলবার, ১৪ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » রাঙ্গামাটিতে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা
রাঙ্গামাটিতে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা
বন্যা, ভূমিকম্প ও আসন্ন বর্ষা মৌসুমে পাহাড়ধসের মতো প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, রাঙ্গামাটি পৌরসভা প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিন, কাউন্সিলর বাচিং মারমা, নুরুন্নবী, রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ।
সভায় রাঙ্গামাটি ১০উপজেলার মধ্যে যেসব উপজেলা বন্যা কবলিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব উপজেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে অগ্রীম সরকারি ত্রাণ সহায়তা পৌছে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
পাশাপাশি রাঙ্গামাটি শহরসহ বিভিন্ন এলাকায় পাহাড়ের ঝুকিপূর্ণ এলাকায় বসবাসকারী জনসাধারণকে সচেতন করতে এবং নিরাপদ আশ্রয়ে চলে যেতে এলাকায় এলাকায় গিয়ে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।