মঙ্গলবার, ১৪ জুন ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » দিল্লিতে গড় আয়ু ১০ বছর কমেছে
দিল্লিতে গড় আয়ু ১০ বছর কমেছে
ভারতের রাজধানী দিল্লি বায়ুদূষণের দিক দিয়ে বিশ্বে শীর্ষ। বায়ুদূষণের প্রভাবে এই শহরের বাসিন্দাদের গড় আয়ু কমেছে অন্তত ১০ বছর। ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের (ইপিআইসি) এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স এ প্রকাশিত তথ্যে এই চিত্র দেখা গেছে। এতে আরও দেখা গেছে ভারতের আরেক শহর লখনৌতে গড় আয়ু কমেছে ৯ দশমিক ৫ বছর। খবর এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের দূষণ সূচক নিয়ে কাজ করে এয়ার কোয়ালিটি ইনডেক্স। এতে জীবন প্রত্যাশায় বায়ুদূষণের কণার প্রভাব প্রতিফলিত হয়।
ওই সূচকে দেখা গেছে ইন্দো-গাঙ্গেয় সমভূমি পৃথিবীর সবচেয়ে দূষিত অঞ্চল। বলা হয়েছে, দূষণের বর্তমান মাত্রা অব্যাহত থাকলে পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত অর্ধশত কোটিরও বেশি মানুষের প্রত্যাশিত আয়ু কমবে গড়ে ৭ দশমিক ৬ বছর।
বর্তমানে ধূমপানের চেয়েও বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে বায়ুদূষণ। ধূমপানে আয়ু কমে ১ দশমিক ৫ বছর আর শিশু ও মাতৃ অপুষ্টিতে আক্রান্তদের কমে ১ দশমিক ৮ বছর।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দূষিত দেশ ভারত। ২০২০ সালের তুলনায় ইন্দো-গাঙ্গেয় সমভূমির বিস্তৃত এলাকায় দূষণ অনেক বেড়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বের সবচেয়ে বড় ঝুঁকি বায়ুদূষণ। এর ঝুঁকি ভ্রূণ পর্যায় থেকে শুরু হয় বলে জানান তারা।
করোনার কারণে লকডাউনের প্রভাবে যখন সব বন্ধ ছিল, ওই সময়ও দেশটিতে বায়ুদূষণ বেড়েছে। ২০২০ সালে ভারতে বায়ুদূষণের মাত্রা বাড়তে থাকে। এর ফলে ভারতীয়দের প্রত্যাশিত গড় আয়ু প্রায় পাঁচ বছর কমে যায়। অথচ সেই সময়ে সারা বিশ্বে প্রত্যাশিত গড় আয়ু কমেছিল ২.২ বছর।
দক্ষিণ এশিয়াজুড়ে বায়ুদূষণের এই সংকট দিন দিন বাড়ছে।