শনিবার, ১১ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজনীতি | রাজশাহী | শিরোনাম » ‘বিএনপি পদ্মা সেতু দিয়ে পার না হলে ফেরির ব্যবস্থা আছে’
‘বিএনপি পদ্মা সেতু দিয়ে পার না হলে ফেরির ব্যবস্থা আছে’
আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, দেশি বিদেশি নানা ষড়যন্ত্র উড়িয়ে আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গা জ্বালা ধরা বিএনপি যদি পদ্মা সেতু দিয়ে পার হতে না চায়, তাদের জন্য বিকল্প হিসেবে ফেরির ব্যবস্থা করা আছে।
শনিবার (১১ জুন) দুপুরে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এসব কথা বলেন।
সুজানগর এনএ কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক রেজাউল রহিম লালের সভাপতিত্বে এবং সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আব্দুর রহমান বলেন, বিনা পয়সায় শতভাগ করোনার টিকা দিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে জনগণের সরকার। আন্তর্জাতিক অঙ্গন নানা কারণে উত্তপ্ত ও হাহাকার দেখা দিয়েছে। অথচ বাংলাদেশের আপামার মানুষ শেখ হাসিনার বিচক্ষণতা আর দূরদর্শিতার কারণে এ তাপ থেকে মুক্ত রয়েছেন।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা। সফল নেতা। তারই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল ও বাস্তবমুখী মানুষ। তিনি যা বলেন, সেটা করিয়ে দেখান।
তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে কম বিরোধীতা করা হয়নি। তবুও পদ্মা সেতু নির্মানে পিছপা হননি। এর সফল বাস্তবায়ন করেছেন। এই সফলতায় তাদের গা জ্বালা শুরু করেছে।
আব্দুর রহমান বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, পদ্মা সেতু নির্মানে গা জ্বালা দেখা দিয়েছিল। উদ্বোধনে গা জ্বলে পুড়ে যাচ্ছে। তারা পদ্মা সেতু দিয়ে পার হতে লজ্জা বোধ করবেন অহমিকা আর মিথ্যাচারের কারণে। তাদের জন্য পদ্মার পরিবর্তে কয়েকটা ফেরি চালু হবে পারাপারের জন্য।
আসন্ন নির্বাচনে তিনি আওয়ামী লীগ তথা নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, আরেকবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনলে বাংলাদেশ বর্হিবিশ্বের উন্নয়নশীল কয়েকটি দেশকে ছাড়িয়ে যাবে।
সম্মলনের শুরুতে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সুজানগর উপজেলা আওয়ামীলীগের তিন বছরের জন্য কমিটির সভাপতি আব্দুল ওহাব ও সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। পূর্ণাঙ্গ কমিটি স্বল্প সময়ের মধ্যে গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।