শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বুধবার, ৮ জুন ২০২২
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ৭৮৬ কোটি থেকে পৌনে ৭ লাখ কোটি টাকার বাজেট
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ৭৮৬ কোটি থেকে পৌনে ৭ লাখ কোটি টাকার বাজেট
১৮৪ বার পঠিত
বুধবার, ৮ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭৮৬ কোটি থেকে পৌনে ৭ লাখ কোটি টাকার বাজেট

---

স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। ১৯৭২ সালের ৩০ জুন উত্থাপিত এই বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা। চলতি মাসের ৯ তারিখে উত্থাপিত হতে যাচ্ছে দেশের ৫২তম বাজেট। সম্ভাব্য বাজেটের আকার ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকা। উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাংলাদেশের উত্থাপিত প্রথম বাজেটের থেকে বর্তমান উত্থাপিত সম্ভাব্য বাজেটের আকার হবে প্রায় সাড়ে সাতশ’ গুণের থেকেও বড়। স্বাধীনতার পর থেকে টানা তিনটি বাজেট (১৯৭২-৭৩, ১৯৭৩-৭৪, এবং ১৯৭৪-৭৫ অর্থবছর) উত্থাপন করেন তাজউদ্দীন আহমদ। স্বাধীনতার পরের তিনটি বাজেটের আকার ছিল যথাক্রমে ৭৮৬ কোটি টাকা, ৯৯৫ কোটি টাকা, এবং ১ হাজার ৮৪ দশমিক ৩৭ কোটি টাকা।

এদিকে গত তিন অর্থবছরের (২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২) বাজেটের আকার ছিল যথাক্রমে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা, ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা ও ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। তিনটি বাজেটই উত্থাপন করেছেন বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট পেশ করেন দুজন সাবেক অর্থমন্ত্রী- আবুল মাল আব্দুল মুহিত ও এম সাইফুর রহমান। দু’জনই আলাদাভাবে ১২ বার করে ২৪টি বাজেট উত্থাপন করেছিলেন। এদের মধ্যে আবুল মাল আব্দুল মুহিত এরশাদ সরকার ও আওয়ামী লীগের উভয়ের হয়েই বাজেট উত্থাপন করেন।

আবুল মাল আব্দুল মুহিত প্রথম বাজেট উত্থাপন করেন ১৯৮২-৮৩ অর্থবছরে এরশাদ সরকারের সময়। সে সময়ে মুহিতের বাজেটের পরিমাণ ছিল ৪ হাজার ৭৩৮ কোটি টাকা। তিনি ২০১৮-১৯ অর্থবছরে নিজের সর্বশেষ বাজেট উত্থাপন করেন, যেটির পরিমাণ ছিল ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। মুহিতই একমাত্র অর্থমন্ত্রী যার প্রথম বাজেটের তুলনায় শেষ বাজেটের আকার ছিল ৯৮ গুণ বড়।

এ ছাড়া মুহিতের হাত ধরে বাংলাদেশ লাখ কোটি টাকা বাজেটের মাইলফলক স্পর্শ করে। বাংলাদেশ ২০০৯-১০ অর্থবছরে প্রথম লাখ কোটি টাকার বাজেট উত্থাপন করে। ২০০৯-১০ অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল ১ লাখ ১৩ হাজার ৮১৫ কোটি টাকা।

অর্থমন্ত্রীর দায়িত্বে থেকে বিএনপির এম সাইফুর রহমান ১৯৮০-৮১ ও ১৯৮১-৮২ অর্থবছরে দুবার এবং ১৯৯১-৯২, ১৯৯২-৯৩, ১৯৯৩-৯৪, ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬ অর্থবছরে পাঁচবার এবং ২০০২-০৩, ২০০৩-০৪, ২০০৪-০৫, ২০০৫-০৬, ২০০৬-০৭ পর্যন্ত আরও পাঁচ বারসহ সর্বমোট ১২ বার বাজেট পেশ করেন।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছরে দুই বার, ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯ অর্থবছরে ১০ বারসহ সর্বমোট ১২ বার বাজেট পেশ করেন।

সবকিছু ঠিক থাকলে বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল টানা চতুর্থবারের মতো বাজেট পেশ করবেন। এবারের ৫২তম বাজেটের সম্ভাব্য পরিমাণ হবে ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকা।

বাংলাদেশে কেবল অর্থমন্ত্রীরাই নন, সামরিক শাসক হিসেবে টানা তিনবার বাজেট উত্থাপন করেন জিয়াউর রহমান। ১৯৭৬-৭৭, ১৯৭৭-৭৮, ১৯৭৮-৭৯ অর্থবছরের বাজেট উত্থাপন করেন তিনি। এ ছাড়া ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে টানা ছয়বার বাজেট উত্থাপন করেন শাহ এ এম এস কিবরিয়া।

এ কথা অনস্বীকার্য যে, স্বাধীন বাংলাদেশ শুরুর অর্থনীতির সঙ্গে বর্তমান অর্থনীতির পরিমাণগত ও গুণগতমানে আকাশ-পাতাল পার্থক্য। তবে এ কথাও ঢালাওভাবে বলা যায় না যে, সে সময়ের ৭৮৬ কোটি টাকা পরিমাণগত জায়গা থেকে স্বল্প। কেননা মূল্যস্ফীতির হিসাব করলে বাজারমূল্য ও স্থিরকৃতমূল্যে বড় ধরনের ব্যবধান লক্ষণীয়। স্বাধীনতার পরে বাজারমূল্যের সঙ্গে বর্তমান বাজারমূল্যের তুলনা করলে দেখা যায়, বর্তমান বাজারমূল্য তৎকালীন সময়ের বাজারমূল্যের থেকে প্রায় সাড়ে ৭০০ গুণ বেশি।



আর্কাইভ