শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ৭ জুন ২০২২
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | শিরোনাম » পি কে হালদারকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | শিরোনাম » পি কে হালদারকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ
২৪৬ বার পঠিত
মঙ্গলবার, ৭ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পি কে হালদারকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

---

বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাচারের দায়ে ভারতে গ্রেপ্তার হওয়া পি কে হালদারকে আজ আদালতে তোলা হলে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাকে ২১ জুন ব্যাঙ্কশাল সিবিআইয়ের স্পেশাল কোর্টে তোলা হবে।

মঙ্গলবার (৭ জুন) বেলা ১১টায় হালদারসহ ৬ আসামিকে ভারতের ওই আদালতে হাজির করা হয়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে পিকে হালদারসহ তার সাগরেদরা বেআইনি ব্যবসা খুলে বসেছিল।

আদালতে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, ইডি তদন্তে নেমে এখনও পর্যন্ত ৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট, ৪০টি স্থাবর সম্পত্তি, ৬০ কোটি টাকার ব্যাংক আমানতের প্রমাণ এবং মালয়েশিয়াতে সাতটি বাড়ির হদিস পায়।

ভারতের কোন কোন রাজনৈতিক নেতার নাম পাওয়া গেছে সে ব্যাপারে অরিজিৎ চক্রবর্তী জানান, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব নয়।

উল্লেখ্য, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত ১৪ মে পি কে হালদারসহ ৬ জনকে গ্রেপ্তার করে। এরপর তাদের আদালতে হাজির করা হলে প্রথমে তিন দিনের এবং পরে আরও ১০ দিনের রিমান্ডে দেন আদালত।

ইডি এরই মধ্যে তাদের কাছ থেকে প্রায় দেড় শ কোটি টাকা, বিভিন্ন দেশের পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করেছে।