শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ৭ জুন ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » জাদরানের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত হলো আফগানদের
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » জাদরানের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত হলো আফগানদের
২৭৮ বার পঠিত
মঙ্গলবার, ৭ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাদরানের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত হলো আফগানদের

---

ওপেনার ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো সফরকারী আফগানিস্তান ক্রিকেট দল।
হারারেতে গতরাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। সিরিজ জয়ের পাশাপাশি ২-০ ব্যবধানে এগিয়েও গেল সফরকারী আফগানিস্তান। আগামী ৯ জুন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
হারারেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ওপেনার ইনোসেন্ট কায়া ও মিডল-অর্ডার ব্যাটার রায়ান বার্লের জোড়া হাফ-সেঞ্চুরিতে সবক’টি উইকেট হারিয়ে ২২৮ রানের পুঁিজ পায় জিম্বাবুয়ে। কাইয়া ৭৪ বলে ৬৩ ও বার্ল ৬১ বলে অপরাজিত ৫১ রান করেন। এছাড়া সিকান্দার রাজার ব্যাট থেকে আসে ৪০ রান।
বল হাতে আফগানিস্তানের ফরিদ আহমাদ ৩টি উইকেট নেন। ফজলহক ফারুকি-মোহাম্মদ নবি ও রশিদ খান ২টি করে উইকেট নেন।
২২৯ রানের জয়ের লক্ষ্যে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ৪ রান করে বিদায় নেন উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ।
দলীয় ১৭ রানে গুরবাজকে হারানোর পর দ্বিতীয় উইকেটে জাদরান ও রহমত শাহ ২৩৪ বলে ১৯৫ রানের জুটি গড়েন। রহমত ৮৮ রানে থামলেও, ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন জাদরান। ১৩৮ বল খেলে ১৬টি চারে অনবদ্য ১২০ রান তুলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।
সিরিজটি বিশ^কাপ সুপার লিগের অংশ হওয়ায়, ১১ ম্যাচে ৯ জয় ও ২ হারে ৯০ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের তৃতীয়স্থানে আফগানিস্তান। ১৪ ম্যাচে ৩ জয়, ১০ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচের কারনে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তমস্থানে জিম্বাবুয়ে।
১৮ ম্যাচে ১২ জয় ও ৬ হারে ১২০ পয়েন্ট নিয়ে সুপার লিগে টেবিলের শীর্ষে বাংলাদেশ। দ্বিতীয়স্থানে থাকা বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সংগ্রহ ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট।



আর্কাইভ